অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৪ আগস্ট ২০২২
অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন

বয়স ৪০ এর কোটা পার হলেও এখনো ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জেমস অ্যান্ডারসন। পেসার হিসেবে এই বয়সেও ক্রিকেট খেলে যাওয়ায় প্রতিনিয়তই অবাক হচ্ছে ক্রিকেট প্রেমীরা। বুড়ো হাড়ের ভেলকি দেখানো অ্যান্ডারসন প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।

ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত ৭১জন ক্রিকেটার শত টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে কেউই এখনো ঘরের মাঠে এক’শ টেস্ট খেলার সুযোগ পাননি। প্রথম ক্রিকেটার হিসেবে এই সুযোগ পেতে যাচ্ছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে ইংলিশ। বুধবার (২৪ আগস্ট) ম্যাচের আগের দিনই একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওই ম্যাচের একাদশে আছেন জেমস অ্যান্ডারসন। এতেই নিশ্চিত যে, ওল্ড ট্রাফোর্ডে নিজের শততম টেস্ট খেলার সুযোগ পাবেন অ্যান্ডারসন।

ইংলিশদের জার্সি গায়ে ওল্ড ট্রাফোর্ডে ১৭৪তম টেস্ট খেলতে নামবেন। ক্রিকেটে ইতিহাসে তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন একজনই। তিনি হলেন শচীন টেন্ডুলকার। প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ‘ক্রিকেট ঈশ্বর’ খেলেছেন ২০০ টেস্ট।

১৭৩ টেস্ট খেলা অ্যান্ডারসন ঘরের মাঠে এখন পর্যন্ত খেলেছেন ৯৯ টেস্ট আর দেশের বাইরে খেলেছেন ৭৪ টেস্ট। ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড তার দখলে।

দ্বিতীয় স্থানে থাকা শচীন ক্যারিয়ারে সবচেয়ে বেশি টেস্ট খেললেও ঘরের মাঠে খেলেছেন ৯৪ টেস্ট। তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন ৯২ টেস্ট। ক্যারিয়ারে তার খেলা টেস্টের সংখ্যা ১৬৮।

জেমস অ্যান্ডারসনের শততম টেস্ট খেলার দিনে ঘরের মাঠে ৯১তম টেস্ট খেলতে নামবেন স্টুয়ার্ট ব্রড। অ্যান্ডারসনের মতো নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে তিনিই হবেন ঘরের মাঠে শত টেস্ট খেলা দ্বিতীয় ক্রিকেটার।

পঞ্চম স্থানে যৌথভাবে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। দুইজনই নিজেদের দেশে খেলেছেন ৮৯ টি করে টেস্ট। এই দুই ক্রিকেটার ক্যারিয়ারে খেলেছেন যথাক্রমে ১৬৮ ও ১৬১ টি করে টেস্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

উইকেট শিকারে টি-টোয়েন্টিতে ব্রাভোর নতুন মাইলফলক, ধারেকাছে নেই কেউ

উইকেট শিকারে টি-টোয়েন্টিতে ব্রাভোর নতুন মাইলফলক, ধারেকাছে নেই কেউ

আফ্রিদিকে টপকে ‘সর্বোচ্চ’ ছক্কার মালিক এখন রোহিত

আফ্রিদিকে টপকে ‘সর্বোচ্চ’ ছক্কার মালিক এখন রোহিত

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম