সিরিজ বাঁচানোর লড়াইয়ে ইংল্যান্ড একাদশে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৪ আগস্ট ২০২২
সিরিজ বাঁচানোর লড়াইয়ে ইংল্যান্ড একাদশে পরিবর্তন

লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব। অবশ্য বলে কয়েই এই তত্ত্বের ইতি টানতে চেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। সেই পথে ইংল্যান্ডকে প্রথম ম্যাচেই ইনিংস ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট হারলে সিরিজ খোঁয়াবে ইংল্যান্ড। সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ড তাদের একাদশে এনেছে এক পরিবর্তন।

লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৯ রানে দিয়ে দুই উইকেট শিকার করেন ম্যাথু পটস। তবে প্রোটিয়া ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। তাতেই পুড়েছে তার কপাল।

ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশে পটসের বদলি ওলি রবিনসন। প্রায় সাত মাস পর তিনি ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন। কাউন্টি ক্রিকেটে পটসের উত্তানেই জায়গা হারিয়েছিলেন রবিনসন। পটস আশানুরুপ পারফর্ম করতে না পারায় আবারও খুলেছে তার জাতীয় দলের দরজা।

ইংল্যান্ড টেস্ট ওপেনিং নিয়ে সমস্যা বহু পুরোনো। অ্যান্ড্রু স্ট্রাউস-অ্যালিস্টার কুক জুটির পর কেউ স্থায়ী হতে পারেননি। ওল্ড ট্রাফোর্ডেও তাই ভরসার নাম জ্যাক ক্রুলি ও অ্যালেক্স লিস। তিন নম্বরে ভরসা ওলি পোপ। লর্ডসে তার ব্যাটেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইংল্যান্ড।

ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব থাকবে জেমস অ্যান্ডারসনের কাছে। সাথে থাকবেন স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসন। স্পিন আক্রমণে থাকবেন জ্যাক লিচ।

ইংল্যান্ড একাদশ-
জ্যাক ক্রুলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে ধসিয়ে টেস্ট বোলারদের সেরা তিনে রাবাদা

ইংল্যান্ডকে ধসিয়ে টেস্ট বোলারদের সেরা তিনে রাবাদা

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

লিজেন্ডস লিগে মাশরাফিদের দলনেতা মরগান

লিজেন্ডস লিগে মাশরাফিদের দলনেতা মরগান