স্টোকসের লড়াইয়ের দিনে শতরানের লিড আফ্রিকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৯ আগস্ট ২০২২
স্টোকসের লড়াইয়ের দিনে শতরানের লিড আফ্রিকার

ইংলিশদের প্রথম টেস্টে আদৌ খেলতে পারবেন কিনা সেটা নিয়েই চিন্তিত ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তবে আফ্রিকান পেসার কাগিসো রাবাদা শুধু খেলেছেন এমন নয়, ইংলিশদের ব্যাটিং লাইনআপ একদম গুড়িয়ে দিয়েছেন।

শেষ বেলায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বল হাতে লড়াই ইংল্যান্ডকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ২৮৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা, ইংলিশদের থেকে এগিয়ে ১২৪ রানে। 

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আগের দিনের ছয় উইকেটে ১১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই ইংলিশদের বড়সড় ধাক্কা দেন আফ্রিকান পেসার রাবাদা।

প্রথমদিন ধ্বংসস্তুপে দাড়িয়ে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ইংলিশ ব্যাটার অলি পোপকে ফিরিয়ে দেন তিনি। যাওয়ার আগে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান

পোপ ফেরার পর আর খুব বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি ইংলিশদের ইনিংস। ৩১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে প্রথম সেশনেই অলআউট হয় ইংল্যান্ড। এর মধ্যে ক‍্যারিয়ারে দ্বাদশবারের মতো পাঁচ উইকেট তুলে নেন রাবাদা। 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু পেয়েছে আফ্রিকা। ইংলিশ বোলারদের সব পরিকল্পনাই ভেস্তে দেন দুই আফ্রিকান ওপেনার অধিনায়ক ডিন এলগার ও  সারেল এরউই।

sportsmail24

ব্যক্তিগত ৪৭ রানে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে এলগার বোল্ড হয়ে ভাঙে আফ্রিকার ৮৫ রানের ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটেও পঞ্চাশোর্ধ জুটি গড়েন দুই আফ্রিকান ব্যাটার সারেল ও কিগান পিটারসেন।

ইংলিশ পেসার ম‍্যাথু পটসের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে  স্লিপে ক‍্যাচ দেন পিটারসেন, তার আউটে ভাঙে ৫৩ রানের জুটি। এরপর চার নম্বরে নামা এইডেন মারক্রামকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন সারেল।

sportsmail24

বল হাতে আচমকাই ভয়ানক হয়ে ওঠেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।একে একে ড্রেসিংরুমে ফেরত পাঠান সারেল ও ভ্যান ডার ডউসেনকে। কিন্তু এর মধ্যেই ৫০ রানের মধ‍্যে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা।  বাকি দুই উইকেট নেন জ্যাক লিস ও স্টুয়ার্ট ব্রড।

দলের মিডল অর্ডার ভেঙে পড়ায় কাধে বাড়তি দায়িত্ব তুলে নেন আফ্রিকার লোয়ার অর্ডারের ব্যাটাররা। ৭২ রানের জুটি গড়ে দলকে স্বস্তি দেন স্পিনার কেশব মহারাজ ও পেসার মার্কো জনসন। এক পর্যায়ে মনে হচ্ছিল এরাই দিন শেষ করবে!

sportsmail24

কিন্তু আচমকাই বেন স্টোকসের বলে কেশব আউট হলে ভাঙে তাদের প্রতিরোধ। যাওয়ার আগে কেশবের নামের পাশে যোগ হয়ে ৪১ রানের দুর্দান্ত ইনিংস।

কেশব ফিরলেও অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মার্কো জনসন। আরেক প্রান্তে সাত বলে তিন রানে অপরাজিত আছেন কাগিসো রাবাদা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

নাঈম-সাব্বিরের ব্যাটে  সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

নাঈম-সাব্বিরের ব্যাটে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা