ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে হানা দিয়েছে ইনজুরি। ডান পায়ের পেশিতে গ্রেড টু টিয়ারের কারণে ডুয়ান্নে অলিভিয়েরকে ছাড়াই প্রোটিয়ারা ইংলিশদের মোকাবিলা করবে। ইনজুরির কারণে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
রোববার (১৪ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার টিম ডিরেক্টর হাশেন্দা রামজি জানান, দল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় নিজ ফ্রাঞ্চাইজি লিগে যোগ দিবেন তিনি। সেখানেই হবে তার পুর্নবাসন প্রক্রিয়া।
ইংল্যান্ড সফরে এর আগে ইনজুরিতে পড়েছিলেন কাগিসো রাবাদা। গোড়ালির ইনজুরির কারণে ছিলেন না আয়ারল্যান্ড সফরে। ইনজুরি কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন রাবাদা। প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি-না তা নিয়ে এখনো রয়েছে শঙ্কা।
অলিভিয়েরের বদলি হিসেবে কে ইংল্যান্ডে প্রোটিয়া দলে যোগ দিবেন তা এখনো নিশ্চিত করেনি সিএসএ। দলে পেসার হিসেবে আছেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, গ্লেন্টন স্ট্রুম্যান ও লুথো সিপামলা।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বুধবার (১৭ আগস্ট) লর্ডসে। সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ওল্ড ট্রাফোর্ড ও ওভালে। তিন ম্যাচের এই সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর