২১ দিনের ব্যবধানে পাকিস্তানে তিন টেস্ট খেলবে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৯ আগস্ট ২০২২
২১ দিনের ব্যবধানে পাকিস্তানে তিন টেস্ট খেলবে ইংল্যান্ড

চলতি বছরের সেপ্টেম্বরে ১৭ বছর পর পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। এই সফরের পর একই বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে ইংলিশরা। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজ শেষ হবে চলতি বছরের ২১ ডিসেম্বর। অর্থাৎ ২১ দিনের ব্যবধানে তিনটি টেস্ট খেলতে হবে দু’দলকে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। এই সিরিজের সফর সূচি এখনও চূড়ান্ত করেনি। তবে সম্ভাব্য সূচি দিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। সেখানেই জানা গেছে ২১ দিনের ব্যবধানে তিন টেস্ট খেলতে হবে দুই দলকে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে লাহোর ও করাচিকে। টেস্ট সিরিজের ভেন্যু হিসেবে লাহোরকে রাখা না হলেও করাচিকে বিবেচনায় রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের তৃতীয় টেস্টটি এখানে আয়োজিত হবে।

ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আয়োজিত হবে রাওয়ালপিন্ডিতে। আর দ্বিতীয়টির ভেন্যু মুলতান।

সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১ ডিসেম্বর। দ্বিতীয়টি শুরু হবে ৯ ডিসেম্বর আর তৃতীয়টি শুরু হবে ১৭ ডিসেম্বর। এই সিরিজের পর নিউজিল্যান্ডকে নিজেদের মাঠে আতিথ্য দিবে পাকিস্তান।

পাকিস্তান-ইংল্যান্ড সম্ভাব্য সূচি
প্রথম টেস্ট: ১-৫ ডিসেম্বর, রাওয়ালপিন্ডি
দ্বিতীয় টেস্ট: ৯-১৩ ডিসেম্বর, মুলতান
তৃতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর, করাচি

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

ইংল্যান্ডের বিপক্ষে রাবাদার খেলা নিয়ে শঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে রাবাদার খেলা নিয়ে শঙ্কা

আফ্রিদিকে টপকে ‘সর্বোচ্চ’ ছক্কার মালিক এখন রোহিত

আফ্রিদিকে টপকে ‘সর্বোচ্চ’ ছক্কার মালিক এখন রোহিত

খেলা ছাড়ার পরও হাঁটুর ইনজুরিতে শল্যবিদের ছুরির নিচে শোয়েব আকতার

খেলা ছাড়ার পরও হাঁটুর ইনজুরিতে শল্যবিদের ছুরির নিচে শোয়েব আকতার