কঠিন সময়ের সামনে হাথুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৩ জুন ২০১৮
কঠিন সময়ের সামনে হাথুরু

বল টেম্পারিং নিয়ে শ্রীলঙ্কা দলের অবস্থা টালমাটাল। দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল এক টেস্ট নিষিদ্ধ। এবার শাস্তির আওতায় আসছেন কোচ হাথুরুসিংহে, ম্যানেজার অশঙ্কা গুরুসিংহেও। ড্রেসিংরুম থেকেই নিষিদ্ধ হতে পারেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট চলার সময় বল টেম্পারিং করায় (বলের আকার পরিবর্তন করেছেন) শাস্তি হিসেবে তাৎক্ষণিকভাবে ৫ রান জরিমানা করা হয়েছে লঙ্কানদের। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে আরেকটি অপরাধ করে বসে দলটি। টেস্টের তৃতীয় দিন দফায় দফায় মাঠ ছেড়ে যায় তারা। ফলে শাস্তির মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা দল।

প্রথমে প্রতিবাদ জানালেও পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নেন চান্দিমাল। এবার আইসিসির কাছে ভুল স্বীকার করে নিয়েছেন শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহেও। তাতেও রেহাই মিলছে না। দুই থেকে চার টেস্ট কিংবা চার থেকে আটটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তারা।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে আচরণবিধির লেভেল থ্রি ভঙ্গের অভিযোগ এনেছেন। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, 'এই ধরণের কাজকে ক্রিকেটের আইনের মারাত্মক লঙ্ঘন। খেলার চেতনারও বিরোধী এটা।'

চান্দিমাল, হাথুরুসিংহে এবং গুরুসিংহের ভাগ্য কি হবে, সেটি নির্ধারণের জন্য আইসিসি জুডিশিয়াল কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে মাইকেল বেলহফকে। তিনিই সব কিছু যাচাই বাছাই করে শাস্তির মাত্রা ঠিক করবেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির নতুন এফটিপিতে ম্যাচ বাড়ছে বাংলাদেশের

আইসিসির নতুন এফটিপিতে ম্যাচ বাড়ছে বাংলাদেশের

বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে অম্লান আফগানদের অভিষেক টেস্ট

বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে অম্লান আফগানদের অভিষেক টেস্ট

হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড

হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড

সিরিজ হারের পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সিরিজ হারের পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ