মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন স্পিনার প্রভাত জয়াসুরিয়া। মাত্রই টেস্ট ক্রিকেটে পা রেখেই পেয়েছেন দারুণ সাফল্য। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই তার শিকার মোট ২৯ উইকেট। ক্যারিয়ার প্রথম তিন টেস্ট শেষে ক্যারিয়ারে তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন একমাত্র নরেন্দ্র হিরওয়ানি। টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া এই স্পিনার জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে নিজের ছাপ রাখতে করেছেন নিজের সর্বোচ্চ চেষ্টা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে দ্বিতীয় টেস্টের দলে হঠাৎই ডাক পাওয়া জয়াসুরিয়া মাঠে নেমেই নিজেকে প্রমাণ করেছেন। এই বিষয়ে তিনি বলেন, “আমার এই জার্নিটা মোটেও সহজ ছিল না। কলম্বোতে আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা কঠিন ছিল। কারণ সেখানে আমার পরিবার ছিল না। আমি একাই থাকতাম। কোচ দীনেশ ওয়ারাসিংহে আমাকে দারুণ সহযোগিতা করেছে।”
এই সময়ে অর্থনৈতিক সমস্যা থাকলেও পরিবারের উপর বোঝা হতে চান নাই বলেও জানান তিনি। তার ক্যারিয়ারের একমাত্র ইচ্ছা ছিল টেস্ট খেলা। তা জানান প্রভাত জয়াসুরিয়া।
তিনি বলেন, “তখন কঠিন অর্থনৈতিক সমস্যা ছিল। কিন্তু আমি সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। পরিবারের উপর চাপ দেই নি। আমার একমাত্র লক্ষ্যই ছিল দেশের হয়ে টেস্ট খেলা।”
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রভাত জয়াসুরিয়ার। জাতীয় দলের হয়ে এখন নিজের সেই ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতেই মনোযোগী হতে চান ৩০ বছর বয়সী এই স্পিনার।
ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়া এই স্পিনার পেয়েছেন প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, “জয়াসুরিয়া দারুণ বোলিং করে। সেই ধারাবাহিক পারফর্মার। সে আশা করি ভালো করবো।”
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত তিন টেস্ট ও দুই ওয়ানডে খেলেছেন প্রভাত জয়াসুরিয়া। রঙিন পোশাকে এখনো উইকেটের দেখা না পেলেও তিন টেস্টে তার শিকার ২৯ উইকেট। ইতিমধ্যেই চারবার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর