তৃতীয় দিন শেষে গলে চালকের আসনে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৬ জুলাই ২০২২
তৃতীয় দিন শেষে গলে চালকের আসনে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ২০০ রান না তুলতেই ৭ উইকেট হারিয়ে বসা পাকিস্তান তৃতীয় দিনে অলৌকিক কিছু করতে পারেনি। তাই স্কোরবোর্ডে ২৩১ রান তুলতেই প্যাভিলিয়নে সব ব্যাটার। ১৪৭ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে নিজেদের লিড নিয়েছে ৩০০-র উপরে, হাতে আছে পাঁচ উইকেট।

মঙ্গলবার (২৬ মার্চ) গলে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ১৯১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান স্কোরবোর্ডে ৪০ রান যুক্ত করেই গুটিয়ে যায়। লঙ্কানদের হয়ে পাঁচ উইকেট শিকার করেন স্পিনার রমেশ মেন্ডিস। 

মূলত গলে লঙ্কান স্পিন ভেল্কি সামলিয়ে উঠতে না পারাতেই পাকিস্তানের এই ব্যাটিং ধস। সেই ধস কাটিয়ে উঠার আগেই রানের পাহাড়ে চাপা ফেলতে উইকেটে থিতু হয়ে পড়েছেন লঙ্কান ব্যাটাররা।

১৪৭ রানে এগিয়ে থাকা শুরুটা খুব একটা ভালো হয়নি। নিয়মিত ওপেনার দিমুথ করুণারত্নে ওপেনিংয়ে নামেননি। তাই ওশাদা ফার্নান্দোর সঙ্গী হয়েছেন উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কুশল মেন্ডিসের সঙ্গী হয়েছে ব্যর্থতা। সব মিলিয়ে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই শ্রীলঙ্কার নেই তিন উইকেট।

শততম টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস দ্বিতীয় ইনিংসেও অবশ্য অর্ধশতকের দেখা পাননি থেমেছেন ৩৫ রানে। প্রথম ইনিংসে ৮০ রান করা চান্দিমালের ব্যাটে এসেছিল ২১ রান।

আরও পড়ুন- সরকার বিরোধী বিক্ষোভে লঙ্কার দুই ক্রিকেটার

এরপরে অবশ্য দলের হাল ধরেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। দুইজনের ব্যাটে ভর করে কোনো অঘটন ছাড়াই ৫ উইকেটে ১৭৬ রান তুলে দিন শেষ করে শ্রীলঙ্কা। উইকেটে অপরাজিত আছেন দিমুথ করুণারত্নে (২৭) ও ডি সিলভা (৩০)। 

পাকিস্তানের হয়ে ২৯ রানে দুই উইকেট শিকার করেন নাসিম শাহ। এছাড়াও একটি করে উইকেট নিজেদের পকেটে ঢুকান ইয়াসির শাহ, মোহাম্মদ নাওয়াজ ও অঘা সালমান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সঙ্কটাপন্ন অবস্থাতেও ক্রিকেট মাঠ ‘ছাড়েননি’ শ্রীলঙ্কার পার্সি

সঙ্কটাপন্ন অবস্থাতেও ক্রিকেট মাঠ ‘ছাড়েননি’ শ্রীলঙ্কার পার্সি

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার