গলে লঙ্কান স্পিনে দিশেহারা পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৫ জুলাই ২০২২
গলে লঙ্কান স্পিনে দিশেহারা পাকিস্তান

দ্বিতীয় দিনের শুরুতে আগের দিনের সাথে ৬৩ রান যুক্ত করে ৩৭৮ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। গলে লঙ্কানদের বড় স্কোর গড়তে না দেওয়া পাকিস্তান দ্বিতীয় দিন শেষে খুব একটা ভালো অবস্থায় নেই। প্রতিপক্ষ স্পিনারদের বোলিং তোপে স্কোরবোর্ডে ১৯১ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। দিনশেষে পিছিয়ে আছে ১৮৭ রানে।

সোমবার (২৫ জুলাই) গলে দ্বিতীয় দিনের শুরুতে ৩১৫ নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে খুব বেশি সময় থাকতে পারেনি উইকেটে। আগের দিনের সাথে ৬৩ রান যুক্ত করেই অলআউট হয় লঙ্কানরা।

৩৭৮ রান করা শ্রীলঙ্কা অবশ্য সফরকারীদের খুব একটা স্বস্তিতে রাখেনি। ইনিংসের দ্বিতীয় বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিককে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেসার আভিষ্কা ফার্নান্দো। এরপরেই শুরু লঙ্কান স্পিনারদের আধিপত্য।

দলীয় ৩৫ রানে ফেরেন অধিনায়ক বাবর আজম। এই ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ১৬ রান। মোহাম্মদ রিজওয়ান-ইমাম উল হকরাও খুব একটা সুবিধা করতে পারেননি।

লঙ্কান বোলারদের তোপে পাকিস্তানি ব্যাটাররা যখন হিমশিম খেয়ে যাচ্ছিলো সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দলের হাল ধরেন অঘা সলমান। তার ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস। মূলত এই ইনিংসে ভর করেই দেড়শোর কোটা পেরোয় পাকিস্তান।

দিন শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯১ রান তোলে পাকিস্তান। ক্রিজে অপরাজিত আছেন স্পিনার ইয়াসির শাহ। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস তিনটা ও প্রভাত জয়াসুরিয়া দুই উইকেট শিকার করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

প্রত্যাবর্তনে কাদিরকে ছাড়ালেন ইয়াসির, সামনে কানেরিয়া

প্রত্যাবর্তনে কাদিরকে ছাড়ালেন ইয়াসির, সামনে কানেরিয়া

তৈরি হচ্ছে শোয়েব আখতারের বায়োপিক, নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

তৈরি হচ্ছে শোয়েব আখতারের বায়োপিক, নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’