পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন থিকশানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২১ জুলাই ২০২২
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন থিকশানা

গল টেস্টে ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ শ্রীলঙ্কা। হতাশা ঝেড়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে একটি দুঃসংবাদ হানা দিয়েছে দলটিতে। ইনজুরির কারণে খেলতে পারবেন না স্পিনার মহেশ থিকশানা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া থিকশানা প্রতিপক্ষকে আটকাতে দারুণ ভূমিকা রাখছেন। তাই ইনজুরির কারণে তার না থাকাটা শ্রীলঙ্কা শিবিরে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ।

মূলত আঙ্গুলের ইনজুরির কারণে গলে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না থিকশানা। ডান হাতের এই ইনজুরির কারণে ইতিমধ্যেই টিম হোটেল ছেড়েছেন। তার বদলি হিসেবে লাকসিথা মানাসিংহকে দলে ডেকেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্মেন্সের কারণে থিকশানার বদলি হিসেবে ডাক পেয়েছেন মানাসিংহে। প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৭ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন এই স্পিনার।

মানাসিংহে ছাড়াও শ্রীলঙ্কা দলে যোগ দিবেন স্পিনার পাথুম নিশাঙ্কা। পাকিস্তানের বিপক্ষে গল টেস্টের আগে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে গিয়েছিলেন তিনি। কোভিড প্রোটোকল মেনে আইসোলেশন শেষ করে দলে যোগ দিবেন এই ব্যাটার।

চলতি বছরের ২৪ জুলাই দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামেই মুখোমুখি হবে দু’দল। উল্লেখ্য শ্রীলঙ্কা তাদের ঘরের মাঠে সর্বশেষ চার টেস্টই এই মাঠে খেলেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা

কলম্বো থেকে সরিয়ে নেওয়া হলো শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট

কলম্বো থেকে সরিয়ে নেওয়া হলো শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট

প্রত্যাবর্তনে কাদিরকে ছাড়ালেন ইয়াসির, সামনে কানেরিয়া

প্রত্যাবর্তনে কাদিরকে ছাড়ালেন ইয়াসির, সামনে কানেরিয়া