রাজনৈতিক অস্থিরতায় উত্তাল পুরো শ্রীলঙ্কা। দেশজুড়ে চলা সহিংস আন্দোলনে সাধারণ জনগণের জীবনযাপন বিপর্যস্ত। এছাড়া শুকনো খাবার, জ্বালানী ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি।
তবে এত কিছুর মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট ঠিকই চলছিল শ্রীলঙ্কায়। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাংঙ্গ সিরিজ খেলেছে দেশটির জাতীয় ক্রিকেট দল। যদিও শেষ টেস্টের ভেন্যু গলের গ্যালারিতেও দেশজুড়ে চলা আন্দোলের ছাপ পড়েছিল।
অস্ট্রেলিয়ান ক্রিকেটারাও সিরিজ চলাকালীন সময়েই শ্রীলঙ্কার বিপর্যয় নিয়ে কথা বলেছেন। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই ম্যাচই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু প্রথম টেস্ট হলেও দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলে গিয়েছে। দেশজুড়ে চলা রাজনৈতিক অস্থিরতা শ্রীলঙ্কা ভেন্যু বদল করতে বাধ্য হয়েছে।
এশিয়া কাপ আরব আমিরাতে!
ভেন্যু বদলের বিষয়ে রোববার (১৭ জুলাই) নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যদিও এখনো কোথায় পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট কোথায় অনুষ্ঠিত হবে জানানো হয়নি।
এর আগে শ্রীলঙ্কার নিজস্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ‘শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)’ স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। এমনকি চলতি বছরের আগস্টের শেষে এশিয়া কাপ আয়োজনের কথা ছিল শ্রীলঙ্কার, সেটাও সরে আরব আমিরাতে চলে যেতে পারে।
দেশে নানামুখি সমস্যা থাকলেও ক্রিকেট মাঠে বেশ ভালো পারফর্ম করছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। এরপর টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হেরেও দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে সিরিজ ড্র করেছে তারা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি