দ্বাদশ মর্যদায় টেস্ট অভিষেক হচ্ছে আফগানিস্তানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ১৪ জুন ২০১৮
দ্বাদশ মর্যদায় টেস্ট অভিষেক হচ্ছে আফগানিস্তানের

ফাইল ফটো

বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের। বৃহস্পতিবার (১৪ জুন) ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানরা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি।

গত বছরের জুনে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ইতোমধ্যে টেস্ট অভিষেক হয়েছে আইরিশদের। গত ১১মে নিজেদের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদশের পর ১৮ বছর বাদে কোন দলের টেস্ট অভিষেক ঘটে। পাকিস্তানের কাছে ঐ টেস্টটি ৫ উইকেটে আয়ারল্যান্ড।

এবার আয়ারল্যান্ডের পর বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। সদ্যই ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। ফলে বেশ ফুরফুরে মেজাজেই বিশ্বের এক নম্বর দল ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

নিজেদের প্রথম টেস্টটি স্মরণীয় করে রাখার ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই। বলেন, ‘সত্যি আমাদের দারুণ একটি দিন সামনে আসছে। ক্রিকেটের আসল লড়াই হলো টেস্ট। আমরা টেস্টটি স্মরণীয় করে রাখতে চাই। এ জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

এদিকে নিজ মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। কারণ নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এ টেস্টে দলে নেই। ফলে কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।

দক্ষিণ আফ্রিকা সফর ও চলতি বছর শুরুর দিকে নিজ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাদ পড়া করুণ নায়ার পুনরায় দলে ফিরেছেন। এ ছাড়া দলে ফিরেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুই ম্যাচ মিস করা ঋদ্ধিমান সাহা। তবে দলে নেই রোহিত শর্মাও।



শেয়ার করুন :


আরও পড়ুন

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

আফগানদের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

আফগানদের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

আফগানিস্তানে ক্রিকেট স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ : নিহত ৮

আফগানিস্তানে ক্রিকেট স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ : নিহত ৮

আফগান টেস্টে নেই কোহলি-রোহিত, ফিরবেন ইংল্যান্ড সফরে

আফগান টেস্টে নেই কোহলি-রোহিত, ফিরবেন ইংল্যান্ড সফরে