চোট কাটিয়ে প্রায় এক বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। প্রত্যাবর্তনের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন রেকর্ড গড়ে ফেললেন তিনি।
শনিবার (১৬ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্পিনারদের মধ্যে টেস্টের উইকেট সংখ্যায় পাকিস্তানের সাবেক কিংবদন্তী লেগ স্পিনার আব্দুল কাদিরকে ছাড়িয়ে গেছেন ইয়াসির, তার সামনে শুধুই দীনেশ কানেরিয়া।
দিনের ১৫তম ওভারে শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন ইয়াসির। এতে করে ইনিংসে নিজের প্রথম উইকেটের পাশাপাশি উইকেট সংখ্যায় পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আব্দুল কাদিরের ২৩৬ উইকেট স্পর্শ করেন তিনি।
এরপর ২১তম ওভারে আসে সেই মাহেন্দ্রক্ষন! ওভারের পঞ্চম বলে স্বাগতিক ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নাসিমের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিয়ে কাদিরকে ছাড়িয়ে এখন ইয়াসিরের উইকেট সংখ্যা ২৩৭।
কোহলির দুঃসময়ে বাবর আজমের অভয়
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, সব দিকেই কাদিরের চেয়ে এগিয়ে ইয়াসির। কাদির যেখানে ২৩৬ উইকেট নিতে ৬৭ ম্যাচ খেলেছেন, সেখানে তার চেয়ে ১৬ ম্যাচ কম খেলেই তাকিয়ে ছাড়িয়ে গেছেন ইয়াসির।
এছাড়া ইয়াসিরের ইনিংসে উইকেট পাঁচ উইকেট যেখানে ১৬ বার, সেখানে কাদির ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১০ বার। তবে ম্যাচে দশ উইকেটে নেওয়াতে কাদিরের চেয়ে পিছিয়ে রয়েছেন ইয়াসির। কাদির যেখানে ম্যাচে দশ উইকেট নিয়েছেন পাঁচ বার সেখানে ইয়াসির নিতে পেরেছেন তিন বার।
কাদিরকে ছাড়ানোর পর ইয়াসিরের সামনে আছেন আরেক লেগ স্পিনার দীনেশ কানেরিয়া। ৬১ টেস্টে তার উইকেট ২৬১টি। কানেরিয়াকে ছাড়িয়ে পাকিস্তানী স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির সিংহাসন দখল করতে ইয়াসিরের প্রয়োজন ২৫ উইকেট!
পেস-স্পিন মিলিয়ে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৪১৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন কিংবদন্তী বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। ৩৭৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক পেসার ওয়াকার ইউনিস। এই তালিকায় ইয়াসিরের অবস্থান পাঁচ নম্বরে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি