পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার চমকহীন স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ পিএম, ১৪ জুলাই ২০২২
পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার চমকহীন স্কোয়াড

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারলেও দ্বিতীয়টাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চমকহীন দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। 

চলতি বছরের ১৬ জুলাই গলে পাকিস্তানকে সিরিজের প্রথম টেস্টে আতিথ্য দিবে শ্রীলঙ্কা। এই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার লঙ্কান ক্রিকেটার। তারা হলেন- প্রবীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, লাকসিথা মানসিংহে এবং চামিকা করুণারত্নে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ে বল হাতের দারুণ ভূমিকা রেখেছিলেন প্রভাত জয়াসুরিয়া। ওই টেস্টে ১২ উইকেট নেওয়া প্রভাতে শ্রীলঙ্কার একাদশে জায়গা পাওয়াটা এক রকম নিশ্চিতই বলা যায়।

প্রভাত জয়াসুরিয়া ছাড়াও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ স্পিন তুর্ক দুনিথ ওয়ালাগে। এছাড়াও রয়েছেন দ্বিশতক হাঁকানো দীনেশ চান্দিমাল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। যৌথভাবে একই স্থানে রয়েছে পাকিস্তানও। তাই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দলের সামনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই সিরিজ। 

শ্রীলঙ্কা স্কোয়াড 
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভাথ জয়াসুরিয়া, দুনিথ ওয়ালেগে ও জেফরি ভ্যান্ডারসে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

জয়াসুরিয়ার ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া, সমতায় শেষ সিরিজ

জয়াসুরিয়ার ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া, সমতায় শেষ সিরিজ

ড্রাফট শেষে যেমন হলো লঙ্কা প্রিমিয়ার লিগের দলগুলো

ড্রাফট শেষে যেমন হলো লঙ্কা প্রিমিয়ার লিগের দলগুলো

ভারতীয় অধিনায়কদের মধ্য দ্রুততম রোহিত, পিছনে ফেললেন কোহলিকে

ভারতীয় অধিনায়কদের মধ্য দ্রুততম রোহিত, পিছনে ফেললেন কোহলিকে