করুনারত্নে-মেন্ডিসের লড়াই, দ্বিতীয় দিন শেষে ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৯ জুলাই ২০২২
করুনারত্নে-মেন্ডিসের লড়াই, দ্বিতীয় দিন শেষে ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনটা ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম সেশনেই পাঁচ উইকেট তুলে নিয়ে ৩৬৪ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করেছে তারা। এরপর ব্যাট করতে নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের লড়াইয়ে ১৮০রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। 

প্রথম দিন শেষে পাঁচ উইকেটে ২৯৮ রান নিয়ে ড্রেসিং রুমে ফিরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাকি পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা।

দলীয় ১২ রানে ব্যক্তিগত ছয় রানে অজি পেসার মিচেল স্টার্কের বলে ক্যামেরুন গ্রিনের তালুবন্দি হয়ে ফিরে যান পাথুম নিশাংকা। এরপর দিনের বাকি অংশের গল্পে শুধুই করুনারত্নে ও মেন্ডিস। 

দু’জনে মিলে দারুণ দক্ষতার সাথে অজি বোলিং আক্রমণ সামাল দিয়েছেন। যদিও সফরকারী বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রান করার সুযোগই পাচ্ছিলেন না দুই শ্রীলঙ্কান ব্যাটার। ইনিংসের ১৫তম ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে কুশল মেন্ডিসের মারা বাউন্ডারিটাই ইনিংসের প্রথম! 

সরকার বিরোধী বিক্ষোভে লঙ্কার দুই ক্রিকেটার

চা বিরতির আগে ৩০ ওভারে মাত্র ৬৫ রান জমা হয় শ্রীলঙ্কার দলীয় স্কোরবোর্ডে। বিরতি থেকে ফিরে রানের গতি বাড়ান দুই স্বাগতিক ব্যাটার। এক পর্যায়ে দু’জনেই হাফ সেঞ্চুরিও পেয়ে যান।

৩০তম হাফ সেঞ্চুরি করা স্বাগতিক অধিনায়ক করুনারত্নে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন। ৮৬ রানে সোয়েপসনের  লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফিরে যেতে হয় তাকে।

sportsmail24

অধিনায়ক ফিরে গেলেও ৮৪ রানে অপরাজিত আছেন মেন্ডিস। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে দিনের বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন তিনি। তৃতীয় দিনে আট উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

কলম্বোতে কারফিউ, স্থগিত হলো পাকিস্তানের অনুশীলন

কলম্বোতে কারফিউ, স্থগিত হলো পাকিস্তানের অনুশীলন

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

কোহলি পারফর্ম না করলে বাদ দেওয়া হোক: কপিল দেব

কোহলি পারফর্ম না করলে বাদ দেওয়া হোক: কপিল দেব