রাত পোহালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচ। অথচ করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্ত অবস্থা স্বাগতিক শ্রীলঙ্কার ড্রেসিংরুমের। করোনা আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন আরও তিন ক্রিকেটার। এ নিয়ে মোট পাঁচজন শ্রীলঙ্কান ক্রিকেটার সিরিজের মাঝখানে করোনা আক্রান্ত হলেন।
এমনিতেই প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এর মধ্যে করোনার প্রভাবে আরও তিনজন খেলোয়াড়কে হারিয়ে বেকায়দায় দলটি। সিরিজ বাচানোর লড়াইয়ে এখন একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে স্বাগতিকদের।
নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, পেসার আসিতা ফার্নান্দো ও স্পিনার জেফরি ভ্যানডারসে। দ্বিতীয় টেস্ট থেকে তারা ইতিমধ্যে ছিটকে গেছেন।
এর আগে প্রথম টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ শেষে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হন স্পিনার জয়াবিক্রমা। তখন পুরো দলের করোনা টেস্ট করা হলে সবারই ফল নেগেটিভ এসেছিল।
স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!
তবে বুধবার (০৬ জুলাই) পুরো দলের আবার করোনা টেস্ট করা হলে নতুন করে আরও তিনজন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে শ্রীলঙ্কার জন্য আশার খবর করোনা আক্রান্ত হওয়া মিছিলে সবার প্রথমে থাকা ম্যাথিউস প্রায় সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় টেস্টেই তার একাদশে ফেরার বড় সম্ভাবনা রয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্ট অভিষেক হতে পারে মহেশ থিকসানা ও দুনিথ ওয়েললাগের। করোনা প্রাদুর্ভাবে তাদের দলে ডাকা হয়েছিল। নতুন করে তিনজন ক্রিকেটার আক্রান্ত হওয়ার তাদের অভিষেকের সম্ভাবনা বেড়ে গেল।
শুক্রবার (৮ জুলাই) সিরিজের দ্বিতীয় টেস্টে গলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি