সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচে জরিমানার কবলে পড়েছে জসপ্রীত বুমরাহ’র ভারত টেস্ট দল। টেস্ট ক্যারিয়ারের প্রথম অধিনায়কত্বেই দলকে জরিমানার কবলে ফেললেন তিনি।
সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে পুরো দলকে ম্রাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সিরিজের শেষ ও পঞ্চম টেস্টের পঞ্চম দিনে জো রুট ও বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। ইংলিশদের এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ২-২ জয়ে সমতায় শেষ হয়।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বার্মিংহামে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করার সময় স্লো ওভার রেটে ভারতকে তাদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো নেতত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক আর শুনানির প্রয়োজন প্রয়োজন পড়েনি।
স্পোর্টসমেইল২৪/আরএস