এজবাস্টনে দারুণ লড়াই করছে ভারত ও ইংল্যান্ড। ক্রিকেটীয় এই লড়াইয়ের মধ্যেই জেগে উঠে বর্ণবাদের কালো থাবা। বর্ণবাদের এই অভিযোগ উঠেছে ইংল্যান্ডের সমর্থকদের বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের চতুর্থ দিনে গ্যালারিতে ইংলিশ ভারতীয় সমর্থকদের প্রতি বর্ণবাদী মন্তব্য করেন ইংলিশ সমর্থকরা। সেই ভিডিও খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ইসিবির নজর এড়ায়নি। এই বিষয়টি তারা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘটনার পর টুইট বার্তায় এজবাস্টন কর্তৃপক্ষ জানায়, “এটা জানতে পেরে আমরা দুঃখবোধ করছি। কোনোভাবেই এই ধরনের আচরণকে উপেক্ষা করা হবে না। যত দ্রুত সম্ভব আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো।”
তারা আরও জানায়, “বিষয়টি মেনে নেওয়া কঠিন। আমরা যতদ্রুত সম্ভব এই নিয়ে আলোচনা করবো। এজবাস্টনকে আমরা সবসময়ই নিরাপদ রাখতে বদ্ধ পরিকর।”
ভারতীয় ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ‘ভারত আর্মি’-র এক সদস্য টুইট বার্তায় বলেন, এজবাস্টনের ২২ নম্বর ব্লকে ভারতীয় সমর্থকদের সাথে বর্ণবাদী আচরণ করা হয়। নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানানো হলেও তা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনার পর বিষয়টি নিয়ে ইংলিশ সমর্থকদের দুয়ো দিচ্ছেন ভারতীয় সমর্থকরা।
টুইটারে বর্ণবাদী আচরণের এইসব পোস্ট শেয়ার দিচ্ছেন ইয়র্কশায়ারে বর্ণবাদের শিকার হওয়া এবং তা নিয়ে লড়াই করা সাবেক ইংলিশ স্পিনার আজিম রফিক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর