করোনা আক্রান্ত জয়াবিক্রমা, খেলতে পারছেন না অস্ট্রেলিয়া টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৫ জুলাই ২০২২
করোনা আক্রান্ত জয়াবিক্রমা, খেলতে পারছেন না অস্ট্রেলিয়া টেস্ট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা লাগলো শ্রীলঙ্কান শিবিরে। করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন স্পিনার প্রবীণ জয়াবিক্রমা।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিবৃতিতে জানানো হয়, “অসুস্থ বোধ করলে তাকে (জয়াবিক্রমা) করোনা পরীক্ষা করানো হয় এবং রেজাল্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই জয়াবিক্রমাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আগামী পাঁচদিন তিনি আইসোলেশনে থাকবেন।”  

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিধস্ত হয়েছে শ্রীলঙ্কা। মাত্র তিন দিনেই ১০ উইকেটে হেরে এমনিতেই সিরিজে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

এরপর এখন দলের অন্যতম সেরা স্পিনারকে হারিয়ে আরও বড় ধাক্কাল খেলো শ্রীলঙ্কান দল। এর আগে প্রথম টেস্ট চলাকালীন করোনা পজিটিভ হয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস । শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট আশা করছেন, দ্বিতীয় টেস্টের আগেই সুস্থ হয়ে দলে ফিরবেন তিনি।

সাদা পোশাকে এখনই ফেরা হচ্ছে না অ্যাগারের

এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে পাঁচ টেস্টে মাঠে নেমেছেন জয়াবিক্রমা। এ সময়ে ২৫ উইকেট নিয়েছেন তিনি। শুক্রবার (৮ জুলাই) গলে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের। 

দ্বিতীয় টেস্টের জন্য তিনজন স্পিনার দলে নিয়েছে অস্ট্রেলিয়া, যারা কেউই এর আগে টেস্ট খেলেননি। মাহেশ থাকসানা, দুনিথ উইলেগে ও লক্ষিতা মানসিংহে, ডাক পাওয়া এই তিনজনের যে কোনো একজনের গলে অজিদের বিপক্ষেই অভিষেক হওয়া প্রায় নিশ্চিত।

এদের মধ্যে দুনিথ অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন। সিরিজে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনিই। ১১টি ফার্স্টক্লাস ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ৩৪টি উইকেট রয়েছে তার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দিবে নিউজিল্যান্ড

নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দিবে নিউজিল্যান্ড

৪৯ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন ঋষভ

৪৯ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন ঋষভ

আইসিসির মাস সেরার দৌড়ে রুট-বেয়ারস্টো-মিচেল

আইসিসির মাস সেরার দৌড়ে রুট-বেয়ারস্টো-মিচেল

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার