দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসের বাকি উইকেট নিতে ইংল্যান্ডের সময় লেগেছে মাত্র আধঘণ্টার একটু বেশি। তবে এর মধ্যে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা।শেষ দিকে বুমরাহ এক ওভারের ঝড়ে চারশ রান ছাড়িয়েছে ভারতের ইনিংস। শেষ উইকেট হিসেবে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ আউট হলে ৪১৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।
ব্যাট হাতে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে দুঃস্বপ্নের এক ওভার উপহার দিয়েছেন ভারতের নতুন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারে বল করতে আসেন ব্রড। ব্রডের এক ওভারে অতিরিক্ত সহ মোট রান আসে ৩৫, যার মধ্যে বুমরাহর ব্যাট থেকে ২৯। যেটা টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান।
১৯ বছর আগে ২০০৪ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকান স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্রায়ান লারা। যেটা এতদিন টেস্ট ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল।
এর আগে ৩৩৮ রানে সাত উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেছিল ভারত। সেঞ্চুরি দ্বারপ্রান্তে থাকা রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামী দিনের শুরুতে সাবধানী ব্যাটিং করতে থাকেন।
ভারত-ইংল্যান্ড টেস্টে হেলমেটে থাকছে ক্যামেরা
৭৯তম ওভারে ম্যাটি পটসের বলে বাউন্ডারি মেরে টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি পুর্ণ করেন জাদেজা। ভারতের ক্রিকেট ইতিহাসে একই ইনিংসে দুইজন বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরি করার এটি তৃতীয় ঘটনা। এছাড়া সাত নম্বরে নেমে এক বছরে দুইটি সেঞ্চুরির চতুর্থ ঘটনাও এটি
পরের ওভারে শামি ফিরে গেলে প্রথম ব্রেকথ্রু পায় ইংল্যান্ড। জাদেজাও সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি। ব্যক্তিগত ১০৪ রানে জেমস অ্যান্ডারসনের বলে ফিরে যান জাদেজা।
ভারতের রান তখন চারশো না হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তবে প্রথমবার অধিনায়ক হয়েই টেস্ট ক্রিকেট ব্যাত হাতে ঝড় তুললেন বুমরাহ। মাত্র ১৬ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলে দলের স্কোর চারশো পার করেন তিনি। শেষ পর্যন্ত সিরাজ আউট হলে ৪১৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।
স্বাগতিকদের হয়ে পাঁচ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। এছাড়া ম্যাটি পটস দুইটি ও অধিনায়ক বেন স্টোকস, জো রুট, ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু হয়নি ইংলিশদের। বল হাতেও প্রথম উইকেট এনে দেন বুমরাহ, বোল্ড করেন অ্যালেক্স লিসকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ এই উইকেটের বিনময়ে ১৬ রান।
স্পোর্টসমেইল২৪/এসকেডি