ভারত-ইংল্যান্ড টেস্টে হেলমেটে থাকছে ক্যামেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ০১ জুলাই ২০২২
ভারত-ইংল্যান্ড টেস্টে হেলমেটে থাকছে ক্যামেরা

ক্রিকেটের রোমাঞ্চ সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে মাঠে ক্যামেরার সংখ্যা বাড়াচ্ছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। এরই অংশ হিসেবে এবার ভারত-ইংল্যান্ড টেস্টে ইংলিশ ক্রিকেটার শর্ট লেগে ফিল্ডিং করার সময় তার হেলমেটে থাকবে মাউন্ট ক্যামেরা। বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাই স্পোর্টস।

স্কাই স্পোর্টস প্রথমবারের মতো টেস্ট ম্যাচের সম্প্রচারকে আকর্ষণীয় করতে নতুন প্রযুক্তি আনার চিন্তা ভাবনা করেছে। এরই অংশ হিসেবে শর্ট লেগে ফিল্ডিং করা একজন খেলোয়াড়ের হেলমেটে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আর সেই ক্রিকেটার হলেন- ওলি পোপ। ইংল্যান্ডের হয়ে শর্ট লেগে সাধারণত তিনিই ফিল্ডিং করেন।

শুক্রবার (১ জুলাই) এজবাজস্টনে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচ দিয়েই সম্প্রচারে নতুনত্ব আনতে যাচ্ছে স্কাই স্পোর্টস। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ফিল্ডিং করা ক্রিকেটারের হেলমেটে দেখা যাবে ক্যামেরা।

বিষয়টি করার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমতির দরকার ছিল। সেই প্রয়োজনীয় অনুমোদনও পেয়েছে তারা। 

এর আগে দ্য হানড্রেডের প্রথম সংস্করণে হেলমেটে ক্যামেরা ব্যবহা করেছিল স্কাই স্পোর্টস। ফিল্ডারের হেলমেটে থাকা ক্যামেরায় কোন ধরনের শব্দ রেকর্ড হবে না। সেখানে শুধু মাত্র মাঠের ক্রিকেটারদেরকেই দেখা যাবে।

হেলমেটে ক্যামেরার লাগানোর বিষয়ে স্কাই স্পোর্টস জানায়, “দর্শকরা ম্যাচ চলাকালীন একটি অনন্য দৃশ্য দেখবে। ক্রিকেটিং অ্যাকশনের বিভিন্ন দৃশ্য তারা উপভোগ করতে পারবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডে ইতিহাস গড়ার সামনে পাকিস্তানি আম্পায়ার দম্পতি

ইংল্যান্ডে ইতিহাস গড়ার সামনে পাকিস্তানি আম্পায়ার দম্পতি

ইংলিশদের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক বাটলার

ইংলিশদের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক বাটলার

ইংলিশ রাজ্যে আইরিশ ‘অধিপতি’ ছিলেন মরগান

ইংলিশ রাজ্যে আইরিশ ‘অধিপতি’ ছিলেন মরগান

নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে ইংল্যান্ডের নতুন যুগ শুরু

নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে ইংল্যান্ডের নতুন যুগ শুরু