প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ। সেন্ট লুসিয়ায় ব্যাট হাতে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন নুরুল হাসান সোহান ও নাজমুল হাসান শান্ত। এতেই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই দুই ক্রিকেটার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব নিজের স্থান ধরে রাখতে পারেননি।
সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ২৬ ও ৪২ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এতেই টেস্ট র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে আছেন তিনি।
এছাড়াও দ্বিতীয় টেস্টে সোহানের ৫০ বলে ৬০ রানে ভর করে ১৩ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। সেই ইনিংসের কল্যাণে ১৪ ধাপ সামনে এগিয়েছেন তিনি। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান ৮৪তম।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করা সাকিব সেন্ট লুসিয়ায় ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। এমনকি বল হাতেও শিকার করতে পারেননি কোনো উইকেট। এই কারণে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন তিনি। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান তিন নম্বরে। তার খারাপ পারফর্মেন্সের কারণে কোনো ম্যাচ না খেলেই আবারও দুই নম্বরে উঠে এসেছেন রবিচন্দন অশ্বিন।
সেন্ট লুসিয়ায় ৬ষ্ঠ পেসার হিসেবে পাঁচ উইকেট শিকার করেছিলেন খালেদ আহমেদ। ৯ ধাপ এগিয়ে ৮৮তম অবস্থানে আছেন তিনি।
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজে দারুণ ছন্দে ছিলেন ড্যারিল মিচেল, টম বুন্ডেল ও জ্যাক লিচ। কিউই ব্যাটার ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন। আর টম বুন্ডেল ১১ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ২০তম স্থানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট শিকার করা জ্যাক লিচও ক্যারিয়ার সেরা বোলার র্যাঙ্কিং পেয়েছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর