ভারত সিরিজে ইংল্যান্ড দলে স্যাম বিলিংস, বাদ বেন ফোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ২৮ জুন ২০২২
ভারত সিরিজে ইংল্যান্ড দলে স্যাম বিলিংস, বাদ বেন ফোকস

হেডিংলি টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়েন উইকেটরক্ষক বেন ফোকস। তার বদলি হিসেবে ডাক পান স্যাম বিলিংস। এবার মূল স্কোয়াডেই সুযোগ পেয়েছেন এই উইকেটরক্ষক। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে আছেন তিনি।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট না খেলেই ফিরে এসেছিল ভারত। এই ঘটনার এক বছর সিরিজের বাকি থাকা টেস্টটি খেলতে ইংল্যান্ড সফর করছে ভারতীয় দল। অবশ্য একমাত্র টেস্ট খেলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এজবাজস্টনে অনুষ্ঠিতব্য এই টেস্টের জন্য ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধুমাত্র বেন ফোকস। মূলত করোনা আক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়েছেন তিনি।

হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলে ডাক পেয়েছিলেন পেসার জিমি ওভারটন। তাকেও ভারত সিরিজের দলে রেখেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলা ইংল্যান্ড দলের ওপেনিং সমস্যার উন্নতি হয়নি। অ্যাশেজ- ওয়েট ইন্ডিজ সফরের পর নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ ছিলেন ওপেনার জ্যাক ক্রুলি। তাকে রেখেই সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রুলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেইগ ওভারটন, জিমি ওভারটন, ম্যাথু পটস, ওলি পোপ ও জো রুট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

সবচেয়ে কম টেস্ট খেলে শততম হার বাংলাদেশের

সবচেয়ে কম টেস্ট খেলে শততম হার বাংলাদেশের

অবসর ভাবনায় ইংলিশ কাপ্তান মরগান

অবসর ভাবনায় ইংলিশ কাপ্তান মরগান

নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে ইংল্যান্ডের নতুন যুগ শুরু

নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে ইংল্যান্ডের নতুন যুগ শুরু