বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৭ জুন ২০২২
বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশে অবস্থা বরাবরই শোচনীয়। ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে আইসিসি স্ট্যাটাস পাওয়ার ২২ বছর পেরিয়ে গেলেও এখনও শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি টাইগাররা।মাঝে-মধ্যে দুই-একটা শক্তিশালী দলকে হারিয়ে চমক দেখালেও হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপনের দৃষ্টিতে সাদা পোশাকের ক্রিকেটে ‘উন্নতি’ করেছে বাংলাদেশ।
 
রোববার (২৬ জুন) ঢাকা প্রিমিয়ার লিগ-সহ অন্যান্য লিগের জমে থাকা অনেকগুলো ট্রফি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে কথা বলেন নাজমুল হাসান। টেস্ট ক্রিকেটে শোচনীয় অবস্থার মধ্যেও বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে বলে জানান তিনি।
 
বিসিবি সভাপতি বলেন, “এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই। সারাজীবন তো হেরেই আসছি। বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি।”
 

আবারও ব্যাটিং ব্যর্থতা, ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

 
টেস্ট ক্রিকেটে অভিষেকের ২২ বছর পর বাংলাদেশ এখনও শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে উদাহরণ হিসেবে অন্যান্য দেশকে টেনে আনেন নাজমুল হাসান পাপন। তবে অকপটে স্বীকার করেন যে, বাংলাদেশ সাদা পোশাকে এখনো ভালো দল নয়।
 
নাজমুল হাসান পাপন বলেন, “আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তার মানে সবগুলো যে জিতে যাব, তা নয়। আমরা কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাঠে, শক্তিশালি দলের সঙ্গে। এটা একটা উন্নতি।”

তিনি আরও বলেন, “বিদেশে গিয়েও যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি। কিন্তু তাই বলে আপনারা যদি মনে করেন, অলরেডি আমরা ভালো দল হয়ে গেছি, প্রশ্নই আসে না। এখনও অনেক পথ যেতে হবে টেস্টে, অনেক পথ বাকি। সেটা নিয়ে আমরা কাজ করছি।”
sportsmail24
 
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও হারের শঙ্কায় রয়েছে। এ ম্যাচ হারলে ১৩৪ টেস্ট খেলা বাংলাদেশের ১০০তম হারের রেকর্ড গড়বে বাংলাদেশ।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেই যে দল খারাপ হয়ে যাবে -এমন ধারণার সাথে একমত নন বিসিবি সভাপতি। বরং নাজমুল হাসান পাপন দাবি করেন, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের চেয়ে এবার অনেকটা ‘উন্নতি’ করেছে টাইগাররা।
 
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছি না বলেই প্রতিপক্ষ শাস্তি দিচ্ছে:  ডমিঙ্গো

নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছি না বলেই প্রতিপক্ষ শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

টেকনিক্যালি সমস্যা নিয়ে সাকিবের সাথে একমত দুর্জয়

টেকনিক্যালি সমস্যা নিয়ে সাকিবের সাথে একমত দুর্জয়