নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটা ভয়াবহ দুঃস্বপ্নের সাথেই শুরু হয়েছিল ইংলিশ স্পিনার জ্যাক লিচের। প্রথম টেস্টে বোলিংয়ে আসার আগেই ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
আঘাত এতটাই গুরুতর ছিল যে, লিচকে শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। দ্বিতীয় টেস্টেই যদিও ফিরেছেন ইংলিশ একাদশে। আর তৃতীয় ম্যাচে তো ৪৮ বছরের পুরোনো স্মৃতিই ফিরিয়ে আনলেন।
চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল নিউজিল্যান্ড। ২য় ইনিংসে ১০৫.২ ওভারে শেষ কিউই ব্যাটার হিসেবে আউট হয়ে ফিরে গেলেন বোল্ট। ইংলিশ স্পিনার জ্যাক লিচের বলের লাইন বুঝতে না পারে বোল্ড হয়ে যান তিনি।
এই উইকেটেই ২য় ইনিংসে পঞ্চম উইকেট পূর্ণ লিচের। প্রথম ইনিংসেও পেয়েছিলেন পাঁচ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১০ উইকেট! একটু মনে করুন তো, ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ কোন ইংলিশ স্পিনার টেস্ট ম্যাচের দুই ইনিংসেই পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিল!
প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের
গ্রায়েম সোয়ান, মন্টি পানেসার থেকে শুরু করে হালের আদিল রাশিদ কেউই পারেননি একটা টেস্ট ম্যাচে দুই ইনিংসেই পাঁচ বা তার বেশি উইকেট নিতে। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার ডেরেক আন্ডারুড।
১৯৭৪ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন ডেরেক। তবে ওই ম্যাচে তার সংগ্রহ ছিল ১৩ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আট পাকিস্তানি ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছিলেন ডেরেক।
জোরে স্পিন করতে পারায় সুনাম ছিল ডেরেকের। তার ম্যাচের দুই ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে আরও একবার। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নিয়েছিলেন তিনি।
ম্যাচে দশ উইকেটও ইংল্যান্ডে ইংলিশ স্পিনারের জন্য বেশ পুরোনোই বটে! সর্বশেষ ২০১৭ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মঈন আলি।
স্পিনার হিসেবে ইংলিশদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড জেমস চার্লস লেকারের। ১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। এই রেকর্ড অবশ্য ক্রিকেট ইতিহাসেরই সেরা বোলিং ফিগার।
জ্যাক লিচ এখন পর্যন্ত ইংলিশদের সাদা জার্সিতে ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে তার সংগ্রহ ৯২ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার। যাউ দুইবারই নিলেন গতকাল, যাতে ফিরে আসলো ৪৮ বছরের পুরোনো স্মৃতি। ম্যাচে দশ উইকেট নিয়েছেন একবার, সেটাও গতকাল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি