শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ফিরছেন স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৬ জুন ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ফিরছেন স্মিথ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েছিলেন স্টিভেন স্মিথ। সেই সময় চোট গুরুতর নয় বলে জানালেও পরে ওয়ানডে সিরিজে আর মাঠে নামেননি স্মিথ। তবে চোট কাটিয়ে গলে প্রথম টেস্ট দিয়ে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রস্তুতি নেওয়ার সময় স্মিথ জানিয়েছেন, টেস্ট ক্রিকেটকেই পছন্দ করেন তিনি। এরই অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামতে মরিয়া হয়ে আছেন।

স্মিথ বলেন, “আমরা যদি এখনও ওয়ানডে ক্রিকেট খেলতাম তবে হয়তো আমি (খেলা নিয়ে) দ্বিধায় থাকতাম, তবে টেস্ট ক্রিকেটে আমি খেলবো। আমি স্লিপে ফিল্ডিং করি, মাঠের মধ্যে খুব বেশি দৌড়াতে হয় না। এই কন্ডিশনে খুব বেশি দ্রুত রানও নিতে হয় না।”

লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর সিএ জানায় তার চোট গুরুতর নয়। তবে পরে আর ওয়ানডে সিরিজের কোনো ম্যাচে তাকে পায়নি অস্ট্রেলিয়া দল।

ওয়ানডে সিরিজ চলাকালীন আরেকটি বিবৃতিতে সিএ জানিয়েছিল, বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে পারেন তিনি। সেই সময় স্মিথকে টেস্টে পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা।

তবে ম্যাচের আগেই স্মিথ নিজেই মাঠে নামার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ফলে তাকে পাওয়া নিয়ে থাকা শঙ্কা দূর হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৯ জুন) গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুই টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

ব্যাগি ক্যামে ‘নষ্ট’ স্টিভ স্মিথের মনোযোগ

ব্যাগি ক্যামে ‘নষ্ট’ স্টিভ স্মিথের মনোযোগ

ব্যাটিং পরামর্শক হিসেবে আবারও হেইডেনকে চায় পাকিস্তান

ব্যাটিং পরামর্শক হিসেবে আবারও হেইডেনকে চায় পাকিস্তান

পাঁচ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে মাক্সওয়েল

পাঁচ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে মাক্সওয়েল