দ্বিতীয় কোভিড বদলি দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৬ জুন ২০২২
দ্বিতীয় কোভিড বদলি দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

হেডিংলিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনে শারীরিক অসুস্থতার কারণে ইংল্যান্ডের হয়ে উইকেটের পিছনে দাঁড়াতে পারেননি বেন ফোকস। পরে জানা গেছে, তিনি কোভিড আক্রান্ত। এতেই চতুর্থ দিনে নতুন ক্রিকেটার একাদশে যুক্ত করার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আর এটাই হবে কোভিডের কারণে ক্রিকেটার বদলির দ্বিতীয় ঘটনা।

শনিবার (২৫ জুন) বেন ফোকস কোভিড আক্রান্ত হওয়ার খবরে দলে চলমান হেডিংলি টেস্টের একাদশে ডাক পেয়েছেন স্যাম বিলিংস। আইসিসির অনুমোদন পেলেই চতুর্থ দিনে উইকেটের পিছনে দাঁড়াবেন তিনি।

হেডিংলি টেস্টের তৃতীয় দিনে শারীরিক অসুস্থতার কারণে উইকেটের পিছনে ছিলেন না বেন ফোকস। তার পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন জনি বেয়ারস্টো। পরে অবশ্য জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন বেন ফোকস।

ইংল্যান্ডে চলমান ভাইটালিটি ব্লাস্টে কেন্টের হয়ে খেলছিলেন কেন্ট। সেখান থেকে সরাসরি ইংল্যান্ড দলে যোগ দিবেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের ১ জুলাই বার্মিংহামে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-ভারতের মধ্যকার টেস্টেও অনিশ্চিত ফোকস। তার পরিবর্তে আবারও টেস্টে একাদশে ফিরতে পারেন উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে কোভিড বদলির দ্বিতীয় ঘটনা হতে যাচ্ছে এটি। এর আগে চলতি বছরের মার্চে পোর্ট এলিজাবেথ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোভিড বদলির ঘটনা ঘটে। ওই ম্যাচে করোনা আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন দুই প্রোটিয়া ক্রিকেটার সিরিল এরউই ও উইয়ান মুল্ডার। তাদের দুইজনের বদলি হিসেবে নামেন খায়া জান্ডো ও গ্লেন্টন স্ট্রুম্যান।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড টেস্টে দ্বিতীয়বারের মতো করোনা বদলি হলেও তৃতীয় ক্রিকেটার হিসেবে বদলি হবেন স্যাম বিলিংস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা আক্রান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা

করোনা আক্রান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা

প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের

প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

করোনার কারণে ক্রিকেটে প্রথম বদলির সাক্ষী হলো বাংলাদেশ

করোনার কারণে ক্রিকেটে প্রথম বদলির সাক্ষী হলো বাংলাদেশ