শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া দলে হানা দিয়েছে ইনজুরি সমস্যা। এতেই পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার সুযোগ পেতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার সফরে টেস্ট স্কোয়াডে যুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সর্বশেষ ২০১৭ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর থেকে রঙিন পোশাকে অস্ট্রেলিয়া দলের নিয়মিত মুখ হলেও সাদা পোশাকে তার মাঠে নামা হয়নি। ট্রাভিস হেডের ইনজুরিতে আবারও ব্যাগি গ্রিন ক্যাপে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কা সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ট্রাভিস হেড। এই ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তার না থাকার বিষয়টি নিশ্চিত। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও তার থাকা নিয়ে রয়েছে শঙ্কা। তাই ম্যাক্সওয়েলকে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে সিএ।
টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকা ম্যাক্সওয়েল সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন প্রায় তিন বছর আগে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে তাকে সাদা পোশাকে কোনো ম্যাচ খেলতে দেখা গেছে।
টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল। এই সময়ে ২৬.০৭ গড়ে করেছেন ৩৩৯ রান। মজার বিষয় হলো, ক্যারিয়ারে খেলা সবগুলো টেস্টই উপমহাদেশের মাটিতে খেলেছেন এই ক্রিকেটার।
দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে দূরে থাকা ম্যাক্সওয়েলকে দলে নেওয়া হয়েছে মূলত সীমিত ওভারের পারফর্মেন্সের উপর ভিত্তি করে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের মধ্যে থাকায় তাকে দলে একটিবারও ভাবেনি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
ম্যাক্সওয়েলকে দলে নেওয়ার বিষয়ে জর্জ বেইলি বলেন, “এমন কন্ডিশনে আমরা জানি লাল বলে গ্লেন সাফল্য পেয়েছে। সে কিংবা অন্য কেউ ভালো করলে সব সময়ই সুযোগ থাকবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ম্যাক্সওয়েলের জায়গা পাওয়া মোটেও সহজ হবে না। একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে মিচেল মার্শ ও জস ইংলিশের সাথে। শেষ পর্যন্ত একাদশে সুযোগ পেলে দীর্ঘদিন পর প্রত্যাবর্তনটা নিশ্চয় স্মরণীয় করতে চাবেন এই ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর