অসুস্থ বেন স্টোকস, শেষ টেস্টে অধিনায়ককে নাও পেতে পারে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ পিএম, ২২ জুন ২০২২
অসুস্থ বেন স্টোকস, শেষ টেস্টে অধিনায়ককে নাও পেতে পারে ইংল্যান্ড

ট্রেন্টব্রিজ টেস্টে রূপকথার জন্ম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। ওই অবিশ্বাস্য জয়ের পর অনুশীলনে উৎফুল্ল থাকারই কথা ইংল্যান্ডের।  অথচ অধিনায়কের অসুস্থতা অস্বস্তি ছড়িয়েছে ইংলিশ ড্রেসিংরুমে। এমনকি শেষ টেস্টে অধিনায়ক বেন স্টোকসে নাও পেতে পারে ইংলিশ দল।

বৃহস্পতিবার (২৩ জুন) হেডিংলিতে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। অথচ এখন পর্যন্ত ইংলিশদের অনুশীলনে যোগ দিতে পারেননি অধিনায়ক বেন স্টোকস।

ট্রেন্টব্রিজ টেস্টের পর থেকেই অসুস্থ তিনি। করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসায় কিছুতা স্বস্তি এসেছে ইংলিশ দলে। তারা আশাবাদী আগামী ২৪ ঘন্টার মধ্যেই ইংলিশ শিবিরে যোগ দিবেন অধিনায়ক।

তবে আরও এক দফা করোনা টেস্ট করাতে হবে তাকে। সেক্ষত্রে করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে শেষ টেস্টে তাকে না পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি ১৪ ধাপ

শেষ পর্যন্ত স্টোকস ফিরতে না পারলে একাধিক সমীকরন মেলাতে হবে ইংলিশদের নতুন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককুলামকে। ইংলিশ দলের স্কোয়াডে এই মুহূর্তে আর কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই। সেক্ষেত্রে ক্রেইগ ওভারটনকে একাদশে নিতে পারেন ম্যাককুলাম।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও ঝামেলায় পড়তে হবে। কোনো সহকারী অধিনায়ক না থাকায় ইসিবিকে নতুন করে অধিনায়ক বাছতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চার ইনিংসে ১৭৬ রান করেছেন অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় টেস্টে তার ৭৫ রানের ইনিংসটি ক্রিকেট বিশ্বে সবার প্রশংসা কুড়িয়েছে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি

করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি

পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন জেসন রয়

পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন জেসন রয়

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের