পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২২ জুন ২০২২
পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

অর্থনৈতিক দুর্দশাগ্রস্থ শ্রীলঙ্কায় ক্রিকেট আয়োজিত হবে কি-না তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সেই শঙ্কার মধ্যেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কাদ্বীপে অবস্থান করছে অস্ট্রেলিয়া। এবার ঘোষিত হলো পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

দীর্ঘ সাতযুগ পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান। ২০১৫ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও এবার শুধু দুই টেস্ট খেলতে লঙ্কা দ্বীপে যাচ্ছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও আপাতত তা বাতিল করা হয়েছে।

চলতি বছরের ৬ জুলাই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছাবে বাবর আজম বাহিনী। লঙ্কা দ্বীপে পৌঁছে পাঁচদিনের বিরতির দিয়ে ১১ জুন অনুশীলন ম্যাচে খেলবে সফরকারীরা।

কলম্বোতে তিন দিনের অনুশীলন ম্যাচ শেষে প্রথম টেস্টে গলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। চলতি বছরের ১৬ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ২৪ জুলাই।

সফরে তিনটি ওয়ানডে ও দুই টেস্ট খেলার কথা ছিল দু’দলের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে ওয়ানডে সিরিজ স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ ছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের অনুষ্ঠিতব্য দুই টেস্টের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অংশ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়াকে আতিথ্য দিবে লঙ্কানরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্লীতলাহানির অভিযোগে কোচ বরাখাস্ত করলো পিসিবি

শ্লীতলাহানির অভিযোগে কোচ বরাখাস্ত করলো পিসিবি

চূড়ান্ত হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর

চূড়ান্ত হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর

কোহলিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে বাবর: ইয়ন বিশপ

কোহলিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে বাবর: ইয়ন বিশপ

ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম