ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৯ জুন ২০২২
ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের হারের পিছনে দায়ী ছিল বাজে ব্যাটিং। প্রতিপক্ষ ও ভেন্যু দুইটা বদলালেও পরিবর্তন আসেনি টাইগারদের ব্যাটিংয়ে। এতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগাতে টেস্ট হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর অধিনায়ক সাকিব জানালেন রান করতে ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে আর এটাই সহজ সমাধান।

অ্যান্টিগাতে দেড় দিন হাতে রেখেই ম্যাচ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ক্যারিবিয়ানদের কৃতিত্ব না যতবেশি, তার চেয়ে বেশি ব্যর্থতা বাংলাদেশের ব্যাটারদের। তাই তো ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে ব্যাটারদের সহজ সমাধান খুঁজে বের করতে বলেছেন অধিনায়ক সাকিব।

তিনি বলেন, “আমরা নিয়মিতভাবেই টেস্টে খারাপ ব্যাটিং করতেছি, এটা মেনে নেওয়া যায় না। ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে। এটার সহজ সমাধান, আমাদের কাজ করতে হবে।”

ম্যাচের প্রথম সেশনেই বাংলাদেশের ম্যাচ হার অনেকটাই নিশ্চিত করে দিয়েছিল। সাকিবের মতে ওই সেশনই বাংলাদেশের হারের কারণ।

বলেন, “টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু এটা নিয়ে অভিযোগ করতে পারি না। যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারতাম তাহলে ভালো হতো। উইকেট খুবই ভালো ছিল। একটা সেশনই আমাদের জন্য ক্ষতি করেছে।”

অ্যান্টিগাতে না পারলেও পরের টেস্টে সেন্ট লুসিয়াতে মাঠে নামার আগে ব্যাটারদের দায়িত্ব নেওয়া আহবান জানিয়েছেন অধিনায়ক সাকিব। এমনকি জানিয়েছেন, নিজের ব্যাটিং নিয়েও খুব বেশি চিন্তিত নন তিনি।

বলেন, “ পরের টেস্টে আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। আশা করে পরের ম্যাচে ব্যাটিং সমস্যার সমাধান হবে।  আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তিত না, এইভাবেই খেলতে চাই।”

ব্যাটাররা ও ম্যাচের ফলাফল বিপক্ষে গেলেও অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও বোলাররা। সাকিব বলেন, “বোলাররা যেভাবে করেছে তাতে প্রশংসা করতেই হয়। সোহান খুবই চাপে ছিল। এর মধ্যে সে যেভাবে খেলেছে তা অসাধারণ।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

ব্যাটিং ব্যর্থতার বাংলাদেশের আরও একটি টেস্ট হার

সাকিবকে ‘সতর্ক’ করলেন ডোমিঙ্গো

সাকিবকে ‘সতর্ক’ করলেন ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব