লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ এএম, ১৯ জুন ২০২২
লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ 

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে চার উইকেট হারানোর বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছিলো ইনিংস ব্যবধানে হার। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট না হারানোয় সেই শঙ্কা কেটে লিড নিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৬ ওভারে ৬ উইকেটে ২১০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মোট লিড ৪৮ রান।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দিন শেষ করেছিল ২ উইকেটে ৫০ রান নিয়ে। ভালো শুরুর আভাস দেওয়া মাহমুদুল হাসান জয় তৃতীয় দিনের সকালে উইকেটে থিতু হয়েছিলেন। কিন্তু অপরপ্রান্তে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, লিটন দাসরা যোগ দিয়েছিলেন যাওয়া আসার মিছিলে। তাদের দেখে নিজেও ওই তালিকায় নাম লিখিয়েছিলেন জয়ও। 

শেষ পর্যন্ত বাংলাদেশের হাল ধরার লক্ষ্য নিয়ে খেলা অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান মধ্যাহ্ন বিরতির আগের সময়টুকুতে হতে দেননি আর কোনো বিপদ। এমনকি দ্বিতীয় সেশনেও ক্যারিবিয়ানদের বোলারদের সফল হতে দেননি তারা।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে সাকিব আল হাসানের অর্ধশতকে ভর করেই ১০৩ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাটে দেখা মিলেছে পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এটা তার ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি। এছাড়াও ক্যারিয়ারে চতুর্থবারের মতো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন বাংলাদেশ কাপ্তান।

দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ৯৫ রান তুলেছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব ব্যক্তিগত ৫৩ ও নুরুল হাসান সোহান ব্যক্তিগত ৪৯ রানে অপরাজিত থেকে বিরতিতে গিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ দল অলআউট হয়েছিল ১০৩ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৬৫ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ‘ফ্রিতে’ দেখাচ্ছে বিসিবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ‘ফ্রিতে’ দেখাচ্ছে বিসিবি

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম