ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে গুটিয়ে দিয়ে লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৮ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে গুটিয়ে দিয়ে লড়াইয়ে বাংলাদেশ

অ‍্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে নিজেদের ইনিংস আর বড় করতে পারেনি ক্যারিবীয়রা। প্রথম ইনিংস থেকে উইন্ডিজদের পাওয়া ১৬২ রানের লিডের বিপরীতে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের (শুক্রবার) তৃতীয় সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় বাংলাদেশ। ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল ফিরেছেন ২২ রানে, প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ২৯ রান। এছাড়া প্রথম ইনিংসে ২ রান করা মিরাজ এবারও একই রানে ফিরেছেন সাজঘরে।

দিন শেষে ১১২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের হয়ে দুই অপরাজিত ব্যাটার হলেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হাসান শান্ত। প্রথম ইনিংসে দুই ব্যাটারই শূন্য রানে ফেরা দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৮ এবং ৮ রানে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও প্রমোশন পেয়ে ওপরে ওঠা মেহেদি হাসান মিরাজকে হারিয়েছে। ফলে স্বাগতিকদের চেয়ে এখনও ১১২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিবাচক শুরুর আভাসই দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তবে দশম ওভারে আক্রমণে এসেই তামিমকে ফিরিয়ে দেন আলজারি জোসেফ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৩১ বলে ২২ রান করে সাজঘরে ফিরেন তামিম।

তিন নম্বরে ব্যাট হাতে নামেন মেহেদি মিরাজ। তবে নিজের নামের প্রতি বিচার করতে পারেননি। ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকেও ফিরিয়ে দেন জোসেফ। আউট হওয়ার আগে মাত্র ২ রান করেন মিরাজ।

এরপর অবশ্য দিনের শেষ ভাগের সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেন মাহমুদুল জয় ও নাজমুল হোসেন শান্ত। দু'জনের অবিচ্ছিন্ন ৫০ বলের জুটিতে রান আসে ১৫। জয় ১৮ রানে এবং শান্ত ৮ রানে অপরাজিত রয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম