দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের তিন সাফল্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ এএম, ১৮ জুন ২০২২
দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের তিন সাফল্য

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ক্যারিবিয়ানদের বিপক্ষে আলোর পথে হেঁটেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা বিরতির আগে তিন উইকেট নিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দিচ্ছে সাকিব আল হাসান বাহিনী। চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের ১০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৪ ওভারে ৬ উইকেটে ২৩১ রান, লিড ১২৮ রান।

দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে প্যাভিলিয়নে ফেরেন উইকেটে গেড়ে বসা ক্রেইগ ব্রাথওয়েট। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে প্যাভিলিয়নে ফেরান পেসার খালেদ আহমেদ।

ব্রাথওয়েটের পর খুব বেশি সময় টিকতে পারেননি কাইল মায়ার্সও। মেহেদি হাসান মিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে চারবার তিনি মিরাজের ফাঁদে পা দিলেন। মিরাজের শিকার হওয়ার আগে ২৪ বলে ৭ রান করেন তিনি।

কাইল মায়ার্সের পর ইংলিশদের বিপক্ষে দারুণ খেলা জশুয়া ডি সিলভাও নিজেকে প্রমাণ করতে পারেননি। মিরাজের বলে উইকেটের পিছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতেই খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছে।

দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ৭২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে উইকেটে থিতু হতে কিছুটা সময় নিলেও দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের উপর একটু চড়াও হয়ে খেলা শুরু করেছে উইন্ডিজ ব্যাটাররা।

অ্যান্টিগা টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

অ্যান্টিগাতেও ব্যাটিং ব্যর্থতা, প্রথম দিনেই চালকের আসনে ক্যারিবীয়রা

অ্যান্টিগাতেও ব্যাটিং ব্যর্থতা, প্রথম দিনেই চালকের আসনে ক্যারিবীয়রা

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ