মিরপুরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। যেখানে দলে ছয় ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন খালি হাতে। দলে ব্যাটারদের এমন ব্যর্থতার ব্যাখ্যা নেই অধিনায়ক সাকিব আল হাসানের কাছে। জানান, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাওয়ায় দিয়ে যাবে না।
বৃহস্পতিবার (১৬ জুন) থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টে প্রথম দিন শেষেই চালকের আসনে বসেছে স্বাগতিকরা। বাংলাদেশকে ১০৩ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে তারা।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “এখানে কোচ-ক্যাপ্টেনের কাজটা সহজ। কেউ পারফর্ম করলো না, বাদ দিয়ে দিলাম। সবচেয়ে সহজ কাজ কোচ, নির্বাচক, ক্যাপ্টেনদের জন্য, তুমি পারফর্ম করতেছো না, বাদ দিয়ে দিলাম।”
অনেকটা আক্ষেপের সুরেই এমন কথা বলার পর সাকিব আরও বলেন, “এখানে আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে, তাদের কাজটা তাদেরই করতে হবে, কেউ এসে তাদের (ব্যাটার) মুখে তুলে খাওয়ায় দিয়ে যাবে না।”
দলীয় ১০৩ রানের মধ্যে সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৫১ রান। সাকিব ছাড়া দলের আর মাত্র দুজন ব্যাটার নিজের ইনিংস দুই অংকের ঘরে নিয়ে যেতে পেরেছেন। ওপেনার তামিম ইকবাল ২৯ এবং লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি ব্যাটারদের মাঝে ছয়জন ছিলেন খালি হাতে।
ব্যাটারদের এমন ব্যর্থতায় দলনেতা সাকিব আল হাসানের কাছে কোনো ব্যাখ্যা নেই। তিনি বলেন, “ব্যাখ্যা করার তো কোনো অপশনই আমি দেখি না; যে কোনোভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আসলে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। জানি না অন্য কারো কাছে কোনো আছে কি-না।”
দলের এমন অবস্থাতেও প্রথম দিনের ভালো বোলিংয়ে ম্যাচ বাঁচানোর ‘আশা আলো’ দেখছেন সাকিব। বলেন, “প্রতিদিনই নতুন একটা দিন, সো সেই একটা সুযোগ আমাদের কাছে ছিল। দলের দুইটা অপশন আছে, একটা হচ্ছে- ছেড়ে দিয়ে ওরা যত রান ইচ্ছা করলো, তারপর দ্বিতীয় ইনিংসে আমরা ব্যাট করে খেলা শেষ হয়ে গেল।”
“আর একটা হলো- আমরা চেষ্টা করলাম, ওদের যদি একশো, দেড়শো বা দুইশ’র মধ্যে অলআউট করতে পারি। তারপর দ্বিতীয় ইনিংসে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি। তবে লাস্ট ইনিংসে এখানে কী হবে আমরা তো জানি না।”- যোগ করেন সাকিব।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস