অ্যান্টিগাতেও ব্যাটিং ব্যর্থতা, প্রথম দিনেই চালকের আসনে ক্যারিবীয়রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৭ জুন ২০২২
অ্যান্টিগাতেও ব্যাটিং ব্যর্থতা, প্রথম দিনেই চালকের আসনে ক্যারিবীয়রা

অধিনায়ক পাল্টে নতুন যুগের সূচনার আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট দল, তবে আশায় গুড়েবালি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে ব্যাটিং ব্যর্থতার একই ধারা চললো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০৩ রান। প্রথম দিন শেষে স্বাগতিকদের দুই উইকেট শিকার করতে পারলেও লিড নেওয়া থেকে মাত্র ৮ রান দূরে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই ৬ উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। দলীয় ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। যেখানে দলের চার ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন শূন্য হাতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে একমাসও হয়নি। মিরপুরের চিরচেনা মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ২৪ রানে ৫টি এবং ২৩ রানে ৪টি উইকেট হারিয়ে বসে। যদিও এরপর ব্যাটাররা কিছুটা হাল ধরলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে হারের স্বাদ নিয়ে।

মে মাসের শেষ সপ্তাহে দলের এমন বিপর্যয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মমিনুল হক। অধিনায়কত্বের ভার পড়ে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে নতুন কিছুর প্রত্যাশায় ছিল বাংলাদেশ। তবে ‌‘অচেনা’ ডিউক বলে দিশেহারা টাইগার ব্যাটাররা।

মাঠে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ১৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়-নাজমুল হোসেন শান্ত ও মমিনুুল হক ফিরেন শূন্য হাতে। এরপর রানের খাতা খুলে তামিম ইকবাল ২৯, লিটন দাস ১২ রানে ফিরেন। ব্যাট হাতে ২৯ রানের ইনিংস খেলার পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন তামিম।

ষষ্ঠ উইকেট হিসেবে উইকেটরক্ষক নুরুল হাসান শূন্য হাতে ফিরলে অধিনায়ক সাকিব আল হাসান ২৭ ও মেহেদি হাসান মিরাজ ২ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন-বিরতিতে যান। দ্বিতীয় সেশনে ২২ বলে ২ রানে মিরাজ সাজঘরে ফিরলে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেন সাকিব আল হাসান।

টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক হাঁকানোর পর দলীয় সাকিব আল হাসানও ফিরেন সাজঘরে। সাকিবের অর্ধশতকের সাথে বাংলাদেশের দলীয় রানও শতকে পৌঁছে। সাকিব ফেরার ৩ বল পরে শেষ উইকেট হিসেবে ফিরেন খালেদ আহমেদ। অন্যপ্রান্তে ৩ রানে অপরাজিত ছিলেন ইবাদত হোসেন। এরপর আগে সাকিবের সাথে জুটি গড়ে খালি হাতে ফিরেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে বাকি ৪ উইকেটে মাত্র ১৫ রান তোলে বাংলাদেশ।

বাংলাদেশকে ১০৩ রানে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ব্যাট হাতে মাঠে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে টাইগার বোলারদের বুঝতেই বেশ সময় নেয় তারা। ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের রানের খাতা খোলে ইনিংসের ষষ্ঠ ওভারে।

অ্যান্টিগার উইকেটে সময় গড়ানোর সাথে সাথে ব্যাটিং করা সহজ হতে থাকলেও বল হাতে দারুণ লড়াই করেছেন বাংলাদেশের বোলাররা। তবে অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েটের ব্যাটিং দৃঢ় প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার ভিত পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ ওভার ব্যাটিং করে দুই উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছে তারা। ফলে লিড নেওয়া থেকে মাত্র ৮ রান দূরে রয়েছে স্বাগতিকরা।

প্রথম দিন শেষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট ৪২ রানের এবং ১২ রানে এনক্রুমা বনার অপরাজিত রয়েছেন। এছাড়া সাজঘরে ফেরা দুই ব্যাটার জন ক্যাম্পবেল ২৪ এবং রেইমন রেইফার ১১ রান করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়