বাংলাদেশ প্রিমিয়ার ও ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে দীর্ঘদির পর জাতীয় দলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ফিরেছেন উইকেটরক্ষক ও টপ-অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফেরা বিজয় এবার ফিরলেন টেস্ট স্কোয়াডে। সফরে দলের সঙ্গে থাকা ইয়াসির আলী রাব্বি চোট পড়ায় বিজয়কে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
বুধবার (১৫ জুন) বাংলাদেশ সময় দিনগত রানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার (১৬ জুন) থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে বিজয় খেলতে পারছেন না।
সর্বশেষ ২০১৪ সালে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন এনামুল হক বিজয়। দীর্ঘ ৮ বছর পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে দলে ফিরলেন তিনি। লাল বলে বিজয়ের ক্যারিয়ার খুব একটা বড় নয়। তবে বিজয়ের পছন্দের ফরম্যাট টেস্ট। তবে টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন বিজয়। সেখানে ব্যাট হাতে মাত্র ৭৩ রান করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলে ফিরলেও টেস্টে না থাকায় দেশেই রয়ে গেছেন এনামুলক বিজয়। নতুন করে ডাক পাওয়ায় এখন শুক্রবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।
বিসিবি থেকে জানানো হয়,সিরিজ শুরু হওয়ার আগ মুহূর্তে ডাক পাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারছেন না বিজয়। ২৪ জুন সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের একাদশ বিবেচনায় থাকবেন তিনি। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ৮টায়।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু’র নামে। সিরিজের অফিসিয়ালি নাম হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ শুধু নাম নয়, টেস্ট সিরিজের অফিসিয়াল লোগোতেও রাখা হয়েছে পদ্মা সেতুর ছবি। এছাড়া টেস্ট সিরিজটির স্পন্সর হিসেবে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
স্পোর্টসমেইল২৪/আরএস