টেস্টে মুরলিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৪ জুন ২০২২
টেস্টে মুরলিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন বোল্ট

টেস্টে ১১ নম্বরে নেমে ব্যাট হাতে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলে ৩৩ রান করেছেন তিনি। এ রানের ফলে শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরলিধরনের বিশ্বরেকর্ড ভেঙেছেন বোল্ট।

টেস্ট ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট হাতে ৬৮ ম্যাচের ৯৮ ইনিংসে সর্বোচ্চ ৬২৩ রানের মালিক ছিলেন মুরলি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ১১ নম্বরে ব্যাট হাতে নেমে ৫৬ টেস্টের ৭৭ ইনিংসে বোল্টের রান ছিল ৬০৭। মুরলির রানকে টপকাতে ১৭ রান দরকার ছিল বোল্টের।

নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬ রান করে মুরলির রেকর্ড স্পর্শ করেন বোল্ট। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করার পথে মুরলির বিশ্বরেকর্ড ভাঙেন বোল্ট। টেস্টে এখন ১১ নম্বরে ব্যাট করে বোল্টের পরিসংখ্যান ৫৭ টেস্টের ৭৯ ইনিংসে ৬৪০ রান। পেছনে ফেলা মুরলির চেয়ে ১৯ ইনিংস কম খেলে সর্বোচ্চ রান করলেন বোল্ট।

এ তালিকায় বোল্ট-মুরালির পর পরের তিনটি স্থানে আছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।

টেস্টে ১১ নম্বরে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার

ব্যাটার দেশ ইনিংস রান
ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড ৭৯ ৬৪০
মুত্তিয়া মুরলিধরন শ্রীলঙ্কা ৯৮ ৬২৩
জেমস এন্ডারসন ইংল্যান্ড ১৬৫ ৬১৮
গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ১২৮ ৬০৩
কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ ১২২ ৫৫৩

 

স্পোর্টসমেইল২৪/আরএস

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ সেরা পুরস্কারে গেইল-মুরালির চেয়েও এগিয়ে সাকিব

সিরিজ সেরা পুরস্কারে গেইল-মুরালির চেয়েও এগিয়ে সাকিব

স্পিন কিংবদন্তি মুরালিধরনের জীবনী নিয়ে আসছে সিনেমা

স্পিন কিংবদন্তি মুরালিধরনের জীবনী নিয়ে আসছে সিনেমা

সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

টেস্টে বোল্টের নতুন মাইলফলক

টেস্টে বোল্টের নতুন মাইলফলক