তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারের পর ট্রেন্ট ব্রিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে নিউজিল্যান্ড। কিন্তু ঘুরে দাঁড়ানোর মিশনে নামার আগে তাসমান পাড়ের দেশটি বেশ বড় এক ধাক্কা খেয়েছি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন।
বৃহস্পতিবার (৯ জুন) করোনার মৃদু উপসর্গ দেখা দিলে উইলিয়ামসনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেখানে পজিটিভ আসায় পাঁচ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। ফলে মিস করবেন ট্রেন্ট ব্রিজ টেস্ট।
কেন উইলিয়ামসন না থাকায় ট্রেন্টব্রিজে দলকে নেতৃত্ব দিবেন বাঁহাতি ওপেনার টম লাথাম। উইলিয়ামসনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন কাউন্টি দল লিস্টারশায়ারে থাকা কিউই ওপেনার হ্যামিশ রাদারফোর্ড।
কেন উইলিয়ামসন করোনা পজিটিভ হলেও বাকি ক্রিকেটাররা করোনা নেগেটিভ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কিউই টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার (১০ জুন) বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কিউইদের। বিপরীতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইংলিশরা।
ম্যাচের একদিন আগে ইংলিশরা তাদের একাদশ জানিয়ে দিলেও নিউজিল্যান্ড এখনও তাদের একাদশ জানায়নি। ইংলিশদের একাদশে নেই কোনো পরিবর্তন।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রুলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), ম্যাথু পটস, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর