‘কনকাশন আঘাত’ কাটিয়ে ইংল্যান্ড একাদশে জ্যাক লিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৯ জুন ২০২২
‘কনকাশন আঘাত’ কাটিয়ে ইংল্যান্ড একাদশে জ্যাক লিচ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরুর দিনেই লর্ডসে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ। শঙ্কা জেগেছিল ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন জ্যাক লিচ। তাকে জায়গা করে দিতে বদলি হিসেবে নামা মার্ক পার্কিনসনকে যেতে হয়েছে সাইড বেঞ্চে।

শুক্রবার (১০ জুন) সিরিজের দ্বিতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচের একাদশে নেই কোনো পরিবর্তন। শুধু জ্যাক লিচের বদলি হিসেবে নামা মার্ক পার্কিনসনই মাঠে বাইরে গিয়েছেন।

লর্ডস টেস্টের প্রথম দিনের শুরুর সেশনে ডেভন কনওয়ের করা কাভার ড্রাইভ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ডাইভ দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন জ্যাক লিচ। ডাইভ দিয়ে সীমানার বাইরে থাকা বিজ্ঞাপন বোর্ডের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান লিচ। এরপরেই মাঠের বাইরে চলে যান।

লিচ মাঠের বাইরে যাওয়ার পর জানা যায়, চোট গুরুতর। অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকবেন তিনি। এমনকি কনকাশন নিয়ম অনুযায়ীও তার ৭ দিন মাঠের বাইরে থাকতে হবে। তবে সাত দিন পরই জানা গেল ইনজুরি মুক্ত হয়েছেন, খেলতে পারবেন সিরিজের দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চিকিৎসকরাও জানিয়েছেন, তিনি খেলার জন্য ফিট। এরপরেই দ্বিতীয় টেস্টের একাদশে তাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

লর্ডসে নিজের অভিষেক টেস্টে দারুণ বোলিং করে নজর কেড়েছেন পেসার ম্যাথু পটস। জেমস অ্যান্ডারন, স্টুয়ার্ট ব্রডের পাশাপাশি পটসকেও একাদশে রেখেছে ইংল্যান্ড।

একাদশে কোনো পরিবর্তন না আসায় ট্রেন্ট ব্রিজেও ব্যাটার হ্যারি ব্রুক খেলতে পারবেন না তার অভিষেক টেস্ট। কাউন্টি ক্রিকেটে দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার ফিরে যাবেন তার কাউন্টি দলে ইয়র্কশায়ারে।

ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রুলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), ম্যাথু পটস, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডে ওয়েলস ফায়ারের সহকারী কোচ মার্ক অ্যালিনে

দ্য হানড্রেডে ওয়েলস ফায়ারের সহকারী কোচ মার্ক অ্যালিনে

‘ড্রাগ’ কাণ্ডের তিন বছর পরও মাঠে নামতে আশাবাদী হেলস

‘ড্রাগ’ কাণ্ডের তিন বছর পরও মাঠে নামতে আশাবাদী হেলস

টেস্টে দশ হাজারি ক্লাবে জো রুটকে ইউনিস খানের স্বাগতম

টেস্টে দশ হাজারি ক্লাবে জো রুটকে ইউনিস খানের স্বাগতম

ম্যাককালামের ডাকেও টেস্টে ফিরছেন না আদিল রশিদ

ম্যাককালামের ডাকেও টেস্টে ফিরছেন না আদিল রশিদ