বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ। তবে ছুটিতে থাকায় প্রথম টেস্টে নাম নেই জেসন হোল্ডার।
দুই ম্যাচ সিরিজের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন, সেইন্ট লুসিয়ায় মাঠে। তার আগে শুক্রবার (১০ জুন) থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে নতুন তিন মুখ হলেন- উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতি ইতিমধ্যে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অন্যদিকে, কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের। তিন নতুন মুখ ছাড়াও রিজার্ভ হিসেবে আরও দুইজনকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে এ স্কোয়াড ঘোষণা করে। বিবৃতিতে হোল্ডার না থাকার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বলা হয়, ‘অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি; কারণ, তিনি বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছেন।’
বাংলাদেশের বিপক্ষে শুধু প্রথম টেস্টে নয়, হোল্ডারকে দীর্ঘমেয়াদেই দলের পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্রামে থাকার কারণে বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটের সে (হোল্ডার) দলে থাকছে না।’
এছাড়া প্রাথমিকভাবে দলে জায়গা পাননি তারকা পেসার কেমার রোচ। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে তার দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়, ‘ফিটনেস টেস্ট নেওয়া রোচ পাস করলে স্কোয়াডে ১৩তম সদস্য হিসেবে যুক্ত করা হবে।’
টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস।
স্পোর্টসমেইল২৪/আরএস