১৯৮৭ সালে সুনীল গাভাস্কারের হাত ধরে ১০ হাজারি ক্লাবের শুরু হয়েছিল। সেই পথে হেটে ১৪তম সদস্য হিসেবে ক্লাবে নাম লিখিয়েছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। দ্রুততম সময়ে টেস্টে ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন।
২০২১ সাল থেকেই ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন জো রুট। দল ভালো না করলেও তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। আর তাতেই দ্রুততম সময়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুট মাত্র ৯ বছর ১৭১ দিনে ১০ হাজারি ক্লাবে পা রেখেছেন। এই ক্লাবে নাম লেখাতে রুট খেলেছেন ২১৮ ইনিংস। ১০ হাজার রান পূর্ণ করার দিনে তার বয়স ছিল ৩১ বছর ১৫৭ দিন।
দ্বিতীয় দ্রুততম ৩১ বছর ১৫৭ দিন বয়সে অ্যালিস্টার কুক ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দিনে তারও ৩১ বছর ১৫৭ দিন।
ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অ্যালিস্টার কুক। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লেখান জো রুট।
ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে ১৯৫ ইনিংসে দশ হাজার মাইলফলক স্পর্শ করেছিলেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা।
টেস্ট ক্যারিয়ারে ১১৮ ম্যাচে ২১৮ ইনিংসে ২৬ সেঞ্চুরি ও ৫৩ হাফ সেঞ্চুরিতে ১০ হাজার ১৫ রান করেছেন জো রুট। ইংলিশদের সর্বোচ্চ ১২ হাজার ২৭২ রান করেছেন অ্যালিস্টার কুক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর