সাকিব অধিনায়ক হলে দলের জন্য ভালো হবে: সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০১ জুন ২০২২
সাকিব অধিনায়ক হলে দলের জন্য ভালো হবে: সুজন

টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছেন মমিনুল হক। বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। ক্রিকেটমহলে গুঞ্জন সাকিব আল হাসান হতে পারেন মমিনুলের উত্তরসূরি। সাকিব দায়িত্ব নিলে তা দলের জন্য ভালো হবে বলে মত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।

বুধবার (১ মে) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্বের গুঞ্জন নিয়ে কথা বলেন খালেদ মাহমুদ সুজন। অধিনায়ক কে হবেন সেই বিষয়ে কিছু না জানালেও সাকিব দায়িত্ব নিলে তা দলের জন্য ভালো হবে বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে খালেদ মাহমুদের ভাষ্য, “ সাকিব সবার সাথে মিশতে পারে, আমার মনে হয় ও অধিনায়কত্ব পেলে তা দলের জন্য খুব ভালো হবে।”

ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যায় টেস্ট খেলতে অনাগ্রহী সাকিব বোর্ডের ইচ্ছাতেই খেলেন সাদা পোশাকের ম্যাচ। কিন্তু গুঞ্জন উড়িয়ে দিয়ে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন টেস্টেই সাকিবের আগ্রহ বেশি।

বলেন, “আমি জানি না কেন ‘সাকিব টেস্ট খেলতে চায় না’ কথাটা বারবার আসে। সাকিবের সাথে যতবার কথা বলেছি সে বলে, আমি অন্য ফরম্যাটের চেয়ে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।”

টেস্ট অধিনায়ক হিসেবে যেই আসুক না কেন তাকে অন্তত দুই বছর সময় দিতে চান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেন, “অধিনায়ক যে ই হোক না কেন, আমি মনে করি অন্তত দুই বছর একজন অধিনায়ককে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।”

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মমিনুল হককে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় মমিনুলের উপর অধিনায়কত্বের বিষয়টি চাপিয়ে দেওয়ার বিপক্ষে খালেদ মাহমুদ সুজন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই নতুন অধিনায়ককেই চান তিনি।

বলেন, “যদি মমিনুলকে অধিনায়কত্ব দেয়া হয় তাহলে সেটি চাপিয়ে দেয়ার মতো বিষয় হবে। ওকে নিজের মতো খেলতে দেয়া উচিত। আমার মনে হয় না মুমিনুলকে আর অধিনায়ক হিসেবে রাখা ঠিক হবে। ওর তো আর মানসিক প্রস্তুতিই নেই।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন, মুশফিকের বড় লাফ

ক্যারিয়ার সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন, মুশফিকের বড় লাফ

অধিনায়কত্বের চাপে ‘নুইয়ে পড়া’ মমিনুল

অধিনায়কত্বের চাপে ‘নুইয়ে পড়া’ মমিনুল

শহিদুলের চোট, স্কোয়াডে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ

শহিদুলের চোট, স্কোয়াডে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো