সর্বোচ্চ উইকেট আসিথা ফার্নান্দোর, বাংলাদেশের পক্ষে সেরা সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৭ মে ২০২২
সর্বোচ্চ উইকেট আসিথা ফার্নান্দোর, বাংলাদেশের পক্ষে সেরা সাকিব

সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শিকার করেছেন আসিথা ফার্নান্দো। দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই ম্যাচে ৯ উইকেট নেওয়া সাকিব আল হাসান আছেন তিন নম্বরে।

দুই ম্যাচ সিরিজে ৩ ইনিংসে বোলিং করে ১৩ উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তিন এবং ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আসিথা ফার্নান্দো।

দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার আরেক পেসার কাসুন রাজিথা। চট্টগ্রামে প্রথম টেস্টে কনকাশন সাব হিসেবে খেলতে নেমে চার উইকেট শিকার করেন তিনি। চট্টগ্রামে দারুণ পারফর্মেন্সের সুবাদে  ঢাকা টেস্টের মূল একাদশে অনায়াসে জায়গা পান রাজিথা। সেখানেও নিজেকে মেলে ধরেন তিনি। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট শিকার করে নেন রাজিথা।

দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে তিন ও এক উইকেট নিয়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন সাকিব।

সেরা পাঁচের পরের দুই স্থানে আছেন বাংলাদেশের দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে নাঈম হাসান ছয়টি ও তাইজুল দুই টেস্টে ৫ উইকেট নিয়েছেন। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজের ক্যারিয়ার সেরা  ১০৫ রানে ৬ উইকেট নেন নাইম। দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকা এ  বোলার  আঙুলের ইনজুরিতে পড়েন । ফলে ঢাকা টেস্টে মাঠে নামা হয়নি তার।

 বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
আসিথা ফার্নান্দো ৬৯.৩ ২১৬ ১৩
কাসুন রাজিথা ৬৪.৩ ১৬৪ ১১
সাকিব আল হাসান ১০৫.১ ২২১
নাঈম হাসান ৫৩ ১৮৪

তাইজুল ইসলাম ১৩২ ৩২৯

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ব্যর্থতায় নাজমুল হাসানের ‌‘কাঠগড়ায়’ কোচিং স্টাফ

টেস্ট ব্যর্থতায় নাজমুল হাসানের ‌‘কাঠগড়ায়’ কোচিং স্টাফ

লঙ্কান পেসারদের ২১ বছরের আক্ষেপ ঘোচালেন আসিথা ফার্নান্দো

লঙ্কান পেসারদের ২১ বছরের আক্ষেপ ঘোচালেন আসিথা ফার্নান্দো

শূন্যের বিব্রতকর বিশ্বরেকর্ডে বাংলাদেশ

শূন্যের বিব্রতকর বিশ্বরেকর্ডে বাংলাদেশ

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস