সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দেখা মিলেছে রানের। দ্বিতীয় টেস্টের উইকেট ছিল ব্যাটারদের জন্য থাকা সুবিধা লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের অন্য ব্যাটাররা রানের দেখা না পেলেও ব্যতিক্রম ছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই দুই ব্যাটার।
দুই টেস্টের ৩ ইনিংসে ব্যাট করে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি নির্বাচিত সিরিজ সেরা হয়েছেন ম্যাথিউস। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রান ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে তার ব্যাটিং গড় ১৭২।
ম্যাথিউসের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩ ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান। দুই টেস্টেই করেছেন সেঞ্চুরি। প্রথম টেস্টে ১০৫ ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করেন মুশফিক। চট্টগ্রামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সিরিজে মুশফিকের ব্যাটিং গড় ১৫১ দশমিক ৫০।
২ হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ৩ ইনিংসে ২৮১ রান করেছেন লিটন। প্রথম টেস্টে ৮৮ রানে থামলেও, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করে ১৪১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫২ রান করা লিটনের ব্যাটিং গড় ৯৩ দশমিক ৬৬।
সিরিজে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক দীনেশ চান্দিমাল। ৩ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে দিমুথ করুণারত্নের ব্যাট থেকে দুই হাফ সেঞ্চুরিতে এসেছে ১৪৮ রান।
ব্যাটার | ম্যাচ | ইনিংস | রান | গড় | ১০০ | ৫০ |
অ্যাঞ্জেলো ম্যাথিউস |
২ |
৩ | ৩৪৪ | ১৭২ | ২ | ০ |
মুশফিকুর রহিম | ২ | ৩ | ৩০৩ | ১৫১.৫০ | ২ | ০ |
লিটন দাস | ২ | ৩ | ২৮১ | ৯৩.৬৬ | ১ | ২ |
দিনেশ চান্দিমাল | ২ | ৩ | ২২৯ | ১১৪.৫০ | ১ | ১ |
দিমুথ করুণারত্নে | ২ | ৪ | ১৪৮ | ৪৯.৩৩ | ০ | ১ |
স্পোর্টসমেইল২৪/পিপিআর