সাকিব-লিটনের ব্যাটে লিড, এখনও শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৭ মে ২০২২
সাকিব-লিটনের ব্যাটে লিড, এখনও শঙ্কায় বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজে ঢাকায় দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের নবম ওভারে ফিরেছিলেন মুশফিকুর রহিম। শুরুর দিকেই মুশফিক ফেরার পর দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং লিটন দাস। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৮ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তবে টাইগার শিবিরে রয়েছে এখনও হারের শঙ্কা।

শুক্রবার (২৭ মে) পঞ্চম দিনের শুরুতে লিটনকে নিয়ে দেখেশুনে খেলা শুরু করেন মুশফিকুর রহিম। অতি সাবধানী হয়েও কাসুন রাজিথার নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। দিনের শুরুতেই ধাক্কা খাওয়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন অলরাউন্ডার সাকিব এবং আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন।

পঞ্চম দিনে ৬ষ্ঠ উইকেট জুটিতে লিটন এবং সাকিব মিলে গড়েন ৯৬ রানের জুটি। ১৫৩ বল খেলে ১১৩ মিনিটে এই জুটি গড়েন সাকিব এবং লিটন। এই জুটির পথে ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। 

নিজের ইনিংসের ৬০তম বলে ধনঞ্জয়া ডি সিলভাকে মিড উইকেটের উপর দিয়ে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন এই ক্রিকেটার। হাফ সেঞ্চুরি করার পথে বলকে ৭ বার সীমানা ছাড়া করেছেন তিনি।

অপরপ্রান্তে লিটন দাস ১২৭ বলে ৪৮ রান নিয়ে মধাহ্ন বিরতিতে গেছেন। এই সময় তিনবার বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দুই উইকেটে ১৪৯ রান তুলেছে বাংলাদেশ দল। দুই প্রান্তে অপরাজিত আছেন সাকিব এবং লিটন। এর জেরে এখন পর্যন্ত ৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে মুশফিক এবং লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রানে থেমেছিল বাংলাদেশ। জবাবে ৫০৫ রানে প্রথম ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

দুই ইনিংসেই তামিমের ডাক, ক্যারিয়ারে প্রথম

দুই ইনিংসেই তামিমের ডাক, ক্যারিয়ারে প্রথম

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক