দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা, হারের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৬ মে ২০২২
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা, হারের শঙ্কায় বাংলাদেশ

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১০৭ রানে পিছিয়ে থাকা মমিনুল বাহিনীকে চোখ রাঙাচ্ছে হার।

বৃহস্পতিবার (২৬ মে) দ্বিতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। দ্বিতীয় স্লিপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘পেয়ার’-এর শিকার হয়েছেন এই ক্রিকেটার। তৃতীয় বাংলাদেশি ওপেনার হিসেবে এই অনাকাঙ্খিত রেকর্ডের দখলদার হলেন তিনি।

তামিমের অনাকাঙ্খিত বিদায়ের পর তিনে নামা নাজমুল হোসেন শান্ত খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। স্পিনার প্রবীণ জয়াবিক্রমার সরাসরি থ্রোতে আউট হন তিনি।

পরের দুই ওভারে ফেরেন অধিনায়ক মমিনুল হক এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। ফর্মহীন মমিনুল প্রথম ইনিংসে ৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতা। দক্ষিণ আফ্রিকায় দারুণ খেলা জয়ের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

২৩ রানে ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে কক্ষপথে ফিরিয়ে আনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর এই দুই ব্যাটারের দারুণ জুটিতে ৩৬৫ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পর এই জুটির দিকেই তাকিয়ে বাংলাদেশ শিবির। চতুর্থ দিন শেষে মুশফিকুর রহিম ১৪ এবং লিটন দাস ১৬ রানে অপরাজিত আছেন।

এর আগে চতুর্থ দিনের প্রথম দুই সেশনেও ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। আগের দিনের দুই অপরাজিত লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমালকে প্রথম দুই সেশনে ফেরাতে পারেনি বাংলাদেশি বোলাররা।

তৃতীয় সেশনে এসে টাইগার শিবিরে স্বস্তি আনেন ইবাদত। চান্দিমালকে ফিরিয়ে লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামান। লঙ্কানদের ব্যাটিং ইনিংসে ধস নামাটা বেশ দেরিই হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ১৪১ রানের লিড নিয়ে ৫০৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন