ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৬ মে ২০২২
ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা

ঢাকা টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দিনের প্রথম সেশনে ৪ রানের লিড নেওয়ার দ্বিতীয় সেশনে লর্ঙ্কানদের লিড গিয়ে দাঁড়িয়েছে ৯৪ রানে। বিপরীতে প্রথম সেশনের ন্যায় দ্বিতীয় সেশনেও উইকেট শিকারে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে চা বিরতির আগে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৪৫৯ রান।

বৃহস্পতিবার (২৬ মে) মিরপুরে দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও উইকেট শূন্য ছিল টাইগাররা বোলাররা। শুধু উইকেট শূন্য নয়, লঙ্কান ব্যাটারদের জন্য কোনো ধরনের শঙ্কায় ফেলতে পারেনি বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দীনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস জুটি। বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করা এই ব্যাটার জুটিতে তুলেছেন ১৯৩ রান।

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এটা ছিল তার ক্যারিয়ারের ১৩তম শতক। তার দেখানো পথে হেঁটে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেছেন দীনেশ চান্দিমাল। দীর্ঘ তিন বছর বিরতির পর শতকের দেখা পেয়েছেন তিনি।

দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ৯০ রান করেছে শ্রীলঙ্কার দুই ব্যাটার ম্যাথিউস এবং চান্দিমাল। তাদের এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে লঙ্কানরা।

এর আগে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম এবং লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ৩৬৫ রান তুলেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা