বৃষ্টি বাধা না থাকলে তৃতীয় দিনেই লিডের কাছাকাছি চলে যেত শ্রীলঙ্কা। তবে মিরপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই লিড নিলো সফরকারীরা। অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমালের ব্যাটে ভর করে ৪ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতে গেছে লঙ্কানরা। বিপরীতে দিনের প্রথম সেশনে কোনো উইকেট শিকার করতে না পারার হতাশা নিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে বিরতিতে।
পাঁচ উইকেট হাতে নিয়ে ২৮২ রানে চতুর্থ দিনে বৃহস্পতিবার (২৬ মে) ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের শুরু থেকেই সাবধানী শ্রীলঙ্কা দুই ব্যাটার দীনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস মিলে পুরো এক সেশন কাটিয়ে দেন। তাদের দুজনের ব্যাটে ভর করে ৪ রানের লিড নেয় লঙ্কানরা।
বুধবার (২৫ মে) বৃষ্টির কারণে মাঠে গড়ায় দুই সেশন। বৃষ্টির পেটে যাওয়া এক সেশন ছাড়া লঙ্কান ব্যাটাররা স্কোর বোর্ডে যুক্ত করেন ১৩৯ রান। দিন শেষে ৫৮ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ১০ রানে দীনেশ চান্দিমাল অরাজিত ছিলেন।
চতুর্থ দিনের শুরু থেকেই নিজেদের রান বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন লঙ্কানদের অপরাজিত দুই ব্যাটরা। তাদের দেখেশুনে খেলায় শ্রীলঙ্কার শিবিরে কোনো বিপদ আসেনি। দিনের ১৮তম ওভারে অবশ্য উইকেট পেয়েছিল বাংলাদেশ। যদি রিভিউ নিয়ে বেঁচে যান ৪৩ রানে থাকা দীনেশ চান্দিমাল।
উইকেট না পাওয়ায় বল হাতে আক্রমণে আসেন অধিনায়ক মমিনুল হক। দারুণ এক টার্নে দীনেশ চান্দিমালকে পরাস্তও করেন তিনি। আবেদনে আম্পায়ার আউট দিলেও লিভিউ নেন চান্দিমাল।
চতুর্থ দিনের প্রথম সেশনে মোট ৩২ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তুলে নেন ৮১ রান। ফলে প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৬৯ রান।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২২তম হাফ-সেঞ্চুরি তুলে দীনেশ চান্দিমাল ৬১ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯৩ রানে অপরাজিত রয়েছেন। ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির পথে এগিয়ে চলছেন ম্যাথিউস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস