টেস্ট র‌্যাংকিংয়ে তামিম-মুশফিক-লিটনের জয়জয়কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৫ মে ২০২২
টেস্ট র‌্যাংকিংয়ে তামিম-মুশফিক-লিটনের জয়জয়কার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ টেস্টের সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। এছাড়া বল হাতে নিজের জাত চিনিয়ে একধাপ এগিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার (২৫ মে) পুরুষ টেস্ট র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রকাশিত হালনাগাদে ১৯ মে (বৃহস্পতিবার) পর্যন্ত চলা টেস্ট ম্যাচকে গণনায় ধরা হয়েছে। ফলে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টাইগারদের সিরিজের প্রথম ম্যাচটিও র‌্যাংকিং হালনাগাদের আওতায় পড়েছে।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে ঘরের ছেলে তামিম ইকবাল ব্যাট হাতে ১৩৩ রানের ইনিংস খেলেছেন। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবে ৬০৭ রেটিং নিয়ে এক লাফে ৮ ধাপ এগিয়েছেন তিনি। টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে তামিমের অবস্থান এখন ২৭তম।

চট্টগ্রামে টাইগারদের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন। চার ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। ৬১৭ রেটিং নিয়ে ২৫তম স্থানে রয়েছেন মুশফিক। ফলে তামিমের চেয়ে দুই ধাপ উপরে রয়েছেন মুশফিক।

প্রকাশিত টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। ৬৬২ রেটিং নিয়ে ১৭তম স্থানে ওঠা লিটন দাসই টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে টাইগারদের সবার উপরে রয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। নিজের ওই ইনিংসেই এক লাফে তিন ধাপ এগিয়েছেন তিনি। লিটনের উন্নতিতে অবনমন হয়েছে মায়াঙ্ক আগারওয়াল (২০), মোহাম্মদ রিজওয়ান (১৯) এবং ডেভন কনওয়ের (১৮)।

তবে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় (২ রান) অধিনায়ক মমিনুল হকের র‌্যাংকিংয়ে অবনতি হয়েঢছে সাত ধাপ। ৫০৮ রেটিং নিয়ে টাইগারদের টেস্ট অধিনায়কের অবস্থান এখন ৫৭তম।

বন্দর নগরী টেস্টে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না (২৬ রান) পারা সাকিব আল হাসান বল হাতে শিকার করেছিলেন ৩ উইকেট। সেটির পুরস্কার হিসেবে বোলিংয়ে এক ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন তিনি।

এছাড়া চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার পক্ষে ১৯৯ রানের অসাধারণ ইনিংস খেলে র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উপরে উঠেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৬৪১ রেটিং নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজের অবস্তান এখন ২১তম স্থানে।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ব্যাটিং তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনে। ৮৯২ রেটিং নিয়ে সবার উপরে তিনি। এছাড়া ৯০১ রেটিয় নিয়ে বোলিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘৫-১০ বছরের মধ্যে টেস্টের অস্তিত্ব থাকবে না’

‘৫-১০ বছরের মধ্যে টেস্টের অস্তিত্ব থাকবে না’

শূন্যের রেকর্ডে সর্বেসর্বা তামিম

শূন্যের রেকর্ডে সর্বেসর্বা তামিম

ঢাকায় পাকিস্তানের গড়া ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

ঢাকায় পাকিস্তানের গড়া ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

মিরপুরেও ধারাবাহিকতার ‘শীর্ষে’ লিটন

মিরপুরেও ধারাবাহিকতার ‘শীর্ষে’ লিটন